বাগদাদে আইসিসের হামলা, নিহত ১১
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিম বাগদাদের লুক আউট পয়েন্টের কাছে বড়সড় হামলা আইসিসের একটি জঙ্গি সংগঠনের। ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বাগদাদ এয়ারপোর্টের কাছে আল রাধওয়ানিয়ায় হাশেদ বাহিনীর ওপর এলোপাথাড়ি গুলি এবং গ্রেনেড হামলা চালায় জঙ্গি দল। নিরাপত্তা রক্ষীদের বয়ান অনুযায়ী, প্রথমে মনিটরিং টাওয়ারে হামলা চালানো হয়। ঘটনায় উপজাতি হাশেদ বাহিনীর ৫ জন মারা যায় এবং ৬ সাধারণ নাগরিক যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন, তাঁদেরকেও হত্যা করা হয়।
সংবাদসংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন এবং তাঁদেরকে সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখনও অবধি ঘটনার দায় স্বীকার করেনি কোনও আইসিস দল।
২০১৪ সালে ইরাকের এক তৃতীয়াংশ জুড়ে আইসিসের অধিপত্য বিস্তার হয়। রাজধানী বাগদাদ সহ উত্তর এবং পশ্চিম এলাকাগুলিতে দখল করে জঙ্গি সংগঠন। কিন্তু ২০১৪ এর পর থেকে টানা তিন বছর আমেরিকা এবং ইরাকের যৌথ বাহিনী আইসিস নির্মুল অভিযানে নামে। ২০১৭ সালে আইসিসের পরাজয়ের কথা ঘোষণা করে ইরাক।
চলতি বছরেই ইরাকের বগদাদ, আইন-আল-আসদ এবং আরবিলের একাধিক জায়গা থেকে সেনা তুলে নেয় যৌথ বাহিনী। তবুও একাধিক জায়গায় হামলা চালিয়ে যায় নিরাপত্তা বাহিনী। তবে এদিনের হামলা এখনও অবধি উল্লেখযোগ্য বলে দাবী করা হচ্ছে।