আগামী মাস থেকেই মেট্রোর ভাড়া বৃদ্ধি

6 বছর পর ফের একবার মেট্রোর ভাড়া বৃদ্ধি -র  কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ । ডিসেম্বর মাসের ৫ তারিখ থেকেই বাড়ানো হবে মেট্রোর ভাড়া। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

মেট্রোর ভাড়া বৃদ্ধি 

২০১৩ সালে প্রকাশিত মেট্রোর ভাড়া ছিল ০-৫ কিমি ৫ টাকা। তার পরিবর্তে নতুন ভাড়া তালিকা অনুযায়ী ৫ টাকায় যেতে পারবেন মাত্র ২ কিমি। আগে ১০ টাকায় যেতে পারবেন ৫ থেকে ১০ কিমির মধ্যে। আগামী মাস থেকে একই মূল্যে যেতে পারবেন ২ থেকে ৫ কিমি।

৫ থেকে ১০ কিলোমিটার মেট্রোতে যেতে লাগত ১০ টাকা। ৫ টাকা বেড়ে, সেটি এখন দাঁড়িয়েছে ১৫ টাকাতে। একই রকমভাবে ১০ থেকে ২০ কিমি মেট্রো পরিবহনে ভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে।আরও পড়ুনঃ শীত আসছে , কাউন্টডাউন শুরু কলকাতায়

আগে ২০-২৫ কিমি মধ্যে যাতায়াতে ভাড়া লাগত ২০ টাকা। সেখানে ২০ কিমির ওপরে গেলেই ২৫ টাকা ভাড়া নির্ধারিত করা হয়েছে।

অন্যদিকে, আগামী মাসেই নতুন ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটা অংশ চালু করার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই যুবভারতী সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ।

সম্পর্কিত পোস্ট