প্রথমদিনেই লোকাল ট্রেনে লাগাম ছাড়া ভিড়, সংক্রমণ বাড়ার আশঙ্কা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে আগেই আশঙ্কা ছিল। বুধবার লোকাল ট্রেনের চাকা গড়াতেই কার্যত লাটে উঠল দূরত্ব বিধি। সকালের দিকে ভিড় কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কম সংখ্যায় লোকাল ট্রেন চলাচলের সৌজন্যে লোকালে-লোকালে বেড়েছে ভিড়।

জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে নামতে বাধ্য হয়েছেন আম জনতা। স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলেও লোকালের অন্দরে বাদুড়ঝোলা ভিড় নিয়েই গন্তব্যের পথে রওনা হয়েছে যাত্রীরা। ঠাসাঠাসির মধ্যে সংক্রমণ এড়ানো ভবনা দিবাস্বপ্নই মনে হয়েছে যাত্রীদের।

এ দিন ট্রেনে উঠেছিলেন তাঁদের বেশিভাগেরই অভিযোগ, সাধারণ সময়ে যত লোকাল ট্রেন চলাচল করে, তাতেই থাকে বাদুড়ঝোলা ভিড়। আর করোনা আবহে কম লোকাল চলাচলের প্রভাব পড়ছে লোকাল ট্রেনের অন্দরে।

৪ জনের আসনে ৫ জন যাত্রী সঙ্গে গায়ে-গা গালিয়ে দাঁড়িয়ে-দাঁড়িয়ে চলছে লোকাল যাত্রা। নিউ নর্মালে লোকাল সফরেও বদল ঘটেনি রেল-যন্ত্রণার ছবি, অভিযোগ যাত্রীদের।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/calcutta-high-court-orders-no-more-djs-in-chhatpujo/

প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পরে এদিনই রাজ্য চালু হল সাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকেই স্টেশনে স্টেশনে বেড়েছে যাত্রীদের ভিড়। অস্থায়ী ব্যারিকেড তৈরি করে স্টেশনের বাইরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও লোকালের অন্দরে ফিরেছে চেনা বাদুড়ঝোলা ভিড়ের ছবি।

দূরত্ববিধি তো দূর, লোকালে পা গলানো এখন কার্যত দায়। সাধারণ সময়ে অফিস টাইমে যে হারে ভিড় হয়, নিউ নর্মালের লোকালে তার দ্বিগুন ভিড় লক্ষ্য করা গিয়েছে।

যাত্রীদের অভিযোগ, কম সংখ্যায় লোকাল ট্রেন চলার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। করোনা আবহে দূরত্ববিধি পালন করতে গেলে প্রয়োজন বেশি সংখ্যায় লোকাল ট্রেন। কম ট্রেন চালিয়ে আদৌও যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আরও একবার প্রমাণ করল নিউ নির্মালে ছুটতে থাকা বিভিন্ন লোকাল ট্রেন।

এদিকে মধ্যরাতে হাওড়া থেকে ছাড়া প্রথম লোকাল ট্রেন মেদিনীপুর লোকালে হাতে গোনা কয়েকজন যাত্রী থাকলেও বেলা বাড়তেই ভিড় দ্বিগুণ হয়েছে হাওড়া বিভিন্ন লোকাল ট্রেনে। একই ছবি ছিল বর্ধমান কর্ড লাইনেও ভোরের দিকে যাত্রী কম থাকলেও। পরে বেলা বাড়তেই চেনা ভিড় ফিরেছে লোকালে।

যাত্রীদের মুখে মাস্ক থাকলেও ভিড়ের চাপে লাটে দূরত্ববিধি। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে হকারদের লোকালে উঠতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ মানুষ যখন দূরত্ববিধি না মানে তখন করোনা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব। প্রথম দিনের রেল চালানোর ছবিতেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট