ভিড় এড়াতে লোকালের সংখ্যা বাড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার বাংলায় গড়িয়েছে লোকাল ট্রেনের চাকা। এর কারণে দীর্ঘদিন বাদে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ। লোকাল ট্রেন চালু হওয়ার জন্য অনেকেই এবার নিত্যদিনের ঠাসাঠাসি করে বাসযাত্রার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেলেন।

কিন্তু তা সত্ত্বেও ভিড়ে হাত থেকে মুক্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। কারণ লোকাল ট্রেনেও এদিন সেই অনিয়ন্ত্রিত ভিড়ের ছবি চোখে পড়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, কোভিড পরিস্থিতির মধ্যে আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালু হওয়া দরকার।

এদিন নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কোভিড পরিস্থিতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে, এটা ভাল কথা। তবে যে সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল তার থেকে আরও সংখ্যা বাড়ানো উচিত। মমতার মতে, ট্রেন বেশি চললে ভিড় এড়ানো যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা রেলকে বলব সংখ্যায় বেশি ট্রেন চালান। গাদাগাদি করে লোক উঠলে কোভিড বাড়তে পারে। ট্রেন বেশি চালালে সামাজিক দূরত্বটা বজায় থাকবে। দুটি ট্রেনের মধ্যেকার সময়ের ব্যবধান কমান।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/digwijay-singh-urge-nitish-kumar-to-join-mahagatbandhan/

মমতা আরও বলেন, ভিড় কমাতে আবার আমাদের অটো বাস ট্যাক্সির একটা ভূমিকা আছে। তাঁদের সার্টিফিকেট অফ ফিটনেস ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স নিয়ে পেনাল্টি মকুব করার জন্য আমাদের কাছে আবেদন করেছিল। তিন মাস আমরা মকুব করেছিলাম। এটা এবার আমরা ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিলাম। এই সময় পর্যন্ত কোনও পেনাল্টি দিতে হবে না।

বস্তুত, এদিন সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়তেই ভিড়ের চেনা ছবি দেখা গিয়েছে শিয়ালদহ ও হাওড়া শাখায়। রানাঘাট, নৈহাটি, বনগাঁ, বারাসতের মতো বড় স্টেশনগুলিতে ঠাসাঠাসি ভিড়ের ছবি দেখা গিয়েছে, যা নিয়ে বিশেষজ্ঞরা সংক্রমণ সুনামির আশঙ্কা করেছেন।

সম্পর্কিত পোস্ট