এবার ডিজিটাল মিডিয়াতেও নজরদারি কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিউজ পোর্টাল এবং অনলাইন কনটেন্ট প্রোভাইডার সংস্থার নিয়ন্ত্রণের জন্য নতুন আইন আনল কেন্দ্রীয় সরকার। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যান্য প্ল্যাটফর্মের মতো এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকবে তাঁরাও। এমনকি সোশ্যাল মাধ্যমের খবরের ওপরেও নজরদারি রাখতে চলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেমন, হটস্টার, নেটফ্লিক্স এবং আমাজন প্রাইম ভিডিওয়ের ওপর থাকবে নজরদারী।

ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার গুলিকে নিয়ন্ত্রণের জন্য এবং তাঁদেরকে কোনও সংস্থার অধীনে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। চলতি বছরের অক্টোবর মাসে এবিষয়ে মতামত চেয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ব্রডকাস্টিং অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশনকে নোটিশ পাঠায় দেশের সর্বোচ্চ আদালত। নোটিশে বলা হয়, ডিজিটাল মিডিয়ার দৌলতে পরিচালক এবং আর্টিস্টদের অনেক সুবিধা হয়ে গিয়েছে। সেন্সর বোর্ড নিয়ে আলাদা করে তাঁদের ভাবতে হচ্ছে না।

এর আগে অন্য একটি মামলায় ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণে আনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এমনকি এবিষয়ে আলাদা করে কমিটি গঠন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় কেন্দ্র।

ভারতে সংবাদপত্রের ওপর নজরদারি রাখার জন্য প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া। নিউজ চ্যানেলগুলিকে নিয়ন্ত্রণে রাখে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। বিজ্ঞাপনের ওপর নজর রাখার জন্য রয়েছে অ্যাডভার্টাইজিং কাউন্সিল অব ইন্ডিয়া। সিনেমার জন্য গঠন করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফ্লিম সার্টিফিকেশন। এবার থেকে অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা, অডিও-ভিসুয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডোমেনের আওতায় আসবে।

অন্যান্য সংবাদ মাধ্যমের তুলনায় উন্নত প্রযুক্তিতে তৈরি হয়েছে নিউজ পোর্টালগুলি। ২১ শতকের শুরুতে ভারত সহ গোটা বিশ্বে বিপুল সংখ্যক অনলাইন সংস্থা তৈরি হয়। বর্তমানে অনেক সংবাদসংস্থা রয়েছে যারা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে কয়েক কোটি মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন।

গত বছরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর তাঁর একটি বক্তব্যে আভাস দিয়েছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মতো ডিজিটাল মাধ্যমে সরকারী বিধিনিষেধ আসতে চলেছে। বছর গড়াতে সেই সিদ্ধান্তে হাঁটল কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট