কলকাতার ডার্বি নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত, জানালেন মোহনবাগান মিডফিল্ডার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার ডার্বি মানেই ইস্টবেঙ্গল-মোহনবাগান। চিংড়ি ইলিশের লড়াই যেন বাঙালির সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে। আইএসএল শুরুর আগেই ডার্বির উন্মাদনায় গা ভাসাচ্ছেন খেলোয়াড়রা। কলকাতার ডার্বি নিয়ে উচ্ছ্বাসিত, জানালেন মোহনবাগান শিবিরের নয়া তারকা ফুটবলার ব্র্যাডেন ইনম্যান।
তিনি বলেন, আমি ইংল্যান্ডে প্রচুর ডার্বি খেলেছি। কলকাতার ডার্বির উত্তেজনা সম্পর্কে আমার ধারণা রয়েছে। আমি কলকাতার ডার্বি নিয়ে ভীষণভাবে উচ্ছ্বাসিত।
আইএসএলের নতুন সিজনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এসসি ইস্টবেঙ্গল। সেইসঙ্গে নতুন কিছু তারকা খেলোয়াড়ের সমাগম ঘটিয়ে উত্তেজনা বাড়াতে চলেছে এটিকে মোহনবাগান। সেই তালিকায় রয়েছেন মিডফিল্ডার ব্র্যাডেন ইনম্যানের নাম। এর আগে ব্রিসবেন রোর দলে ছিলেন ২৮ বছরের তারকা। তখন দলের দায়িত্বে ছিলেন বর্তমান এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফ্লাওয়ার।
নিজের দল সম্পর্কে ইনম্যান বলেন, দলে প্রচুর তারকা খেলোয়াড় রয়েছে। তবে কোচ কাকে কোন জায়গায় খেলাবেন সেটা তাঁর ওপরেই নির্ভর করছে। সিজনের শেষ অবধি সকলের ফিট থাকা জরুরী বলে জানিয়েছেন তিনি।
ইনম্যান আরও বলেন, আমাদের কাছে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের দলের কথা মাথায় রেখে প্রত্যেকটি দল আলাদা করে রণনীতি সাজাবেই। আমরাও পিছিয়ে পড়বো না। দলের সমর্থকরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছেন আমরা শেষ অবধি সেই সমর্থন চাইছি।
২৭ নভেম্বর আইএসএলের মঞ্চে উপস্থিত হতে চলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তার আগে ইনম্যানের কথা মাথায় রেখে কোন স্ট্র্যাটেজি কাজে লাগান অভিভাবক রণী ফ্লাওয়ার? সেটাই দেখার।