বারাসাতে কালীপুজোয় করোনা সচেতনতার দীপ সম্মান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে এবছর বারাসতের ঐতিহ্যবাহী কালীপূজো হচ্ছে জাঁকজমকহীন ভাবে।

পুজো কাটছাঁট করে বাজেটের বেশিরভাগ টাকাই মানবসেবায় খরচ করার সিদ্ধান্ত নেওয়ায় বড় পুজো কমিটি গুলির উদ্যোগের প্রশংসা করেছেন বারাসাতের সাধারণ মানুষ।

বারাসতের কালীপূজো মানেই থিমের ছড়াছড়ি। থাকে রঙবেরঙের আলোর বাহারি। আলোকসজ্জা ও মণ্ডপসজ্জার নৈপুণ্যতা ও সৃজনশীল শিল্পকলা মন ভরিয়ে তোলে দর্শনার্থীদের।

আর তা দেখতে প্রতিবছরই দূরদুরান্ত থেকে লাখো লাখো মানুষের ভিড় জমত জেলাসদর বারাসতে। কিন্তু করোনার জেরে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

শ্রী শঙ্খ সেবা ফোরামের চেয়ারম্যান শঙ্খ চ্যাটার্জি, কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির জেলার জয়েন্ট কো অর্ডিনেটর ডাঃ বিবর্তন সাহা, ও উত্তর ২৪ পরগনা মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে করোনা বিধি মেনে কালিপুজো করার জন্য পুজো কমিটিগুলোকে দ্বীপ সম্মান ও রাজ্যসভার সাংসদ ও আই এম এর রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেনের সই সম্বলিত সার্টিফিকেট তুলে দেওয়া হয় শুক্রবার।

বারাসাতের ৯টি কালীপূজা কমিটি, ও মধ্যমগ্রামের তিনটি কালীপূজা কমিটিকে ওই সম্মান তুলে দেন শ্রী শঙ্খ সেবা ফোরামের চেয়ারম্যান শঙ্খ চ্যাটার্জি, ডাঃ বিবর্তন সাহা ও সাংবাদিকদের সংগঠন মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

করোনা বিধি মেনে কালিপুজোয় এবার দীপ সম্মান পাওয়ায় খুশি কালীপূজা কমিটিগুলিও।

সম্পর্কিত পোস্ট