ক্রেতা নেই, ছটেও মাথায় হাত আনারস বাজারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কালী পূজার ৬ দিন পর বিহারীদের বড় উৎসব ছট পূজা। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর নানরকম আয়োজন করে থাকেন ছট পুজোর কর্মকর্তার। সব রকমের ফল দেওয়ার নিয়ম রয়েছে এই পুজোয়।

তার মধ্যে আনারস এমন একটি ফল যেটি প্রত্যেককেই বাজার থেকে কিনে নিয়ে যান। শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের এশিয়ার বৃহত্তম বিধাননগর আনারস মার্কেট থেকে প্রত্যেক বছর ১০ চাকা ও ১২ চাকা মিলিয়ে প্রায় ৫০০ গাড়ি আনারস লোড করে ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যেতেন ক্রেতারা।

কিন্তু এই বছর সারা দেশজুড়ে চলছে করোনার আবহাওয়া। সেই কারণে বিহারের বেশ কিছু জায়গায় বিহার প্রশাসন ছট করার জন্য অনুমতি দেয়নি।

এমনকী, ছটপূজোকে কেন্দ্র করে দেড়শো থেকে দুশো গাড়ি ক্রেতারা দিল্লির জন্য কিনে নিয়ে যেতেন। কিন্তু এবছর দিল্লিতে ছট পূজো সেভাবে না হওয়ার দিল্লিতে আনারস যাচ্ছে না।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/an-unknown-story-of-becoming-an-actor-soumitra-from-a-bangla-honors-student-of-city-college/

এক আনারস চাষি জানান, প্রত্যেক বছর এই ছট পুজোকে কেন্দ্র করে প্রচুর আনারস কেনাবেচা হয়। কিন্তু এই বছর চাষিদের সব দিক থেকেই লোকসানের মুখ দেখতে হচ্ছে। প্রথম অবস্থায় আনারস সিজনের সময় সমানভাবে বিক্রি হয়নি, এখন ছটপুজোর সময় দাম পাচ্ছেন না চাষিরা।

এক আনারস আরতদারের কথায়, বিধাননগর আনারস মার্কেটে কালীপুজোর দুদিন আগে থেকেই ভিড় করতেন পাইকারি খরিদ্দাররা।

কিন্তু এবছর তা চোখে পড়ছে না। গতবছর কুড়ি টাকা কিলো দরে আনারস বিক্রি হয়েছে। কিন্তু এই বছর সেই আনারসই ১৪ থেকে ১৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।

সম্পর্কিত পোস্ট