জমি দখলে বাধা, মা ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জমি দখলে বাধা দেওয়ায় মা ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা জমি মাফিয়াদের। এই ঘটনায় গুরুতর আহত মা ও ছেলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার কমল পুর গ্রামে।
ঘটনার পর পলাতক জমি মাফিয়া।মূল অভিযুক্ত সহ চার জনের নামে মোথাবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতরা হল সাইনুল ইসলাম(৩৮), মা কোহিনুর বিবি(৬০)।
আহতের পরিবারের সদস্যরা জানান, কোহিনুর বিবির বাড়ির পাশে হাফ কাটা ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গাটি দীর্ঘদিন ধরেই দখল করার চেষ্টা করছে জমি মাফিয়া মাজেদ আলী সহ ৪ জন।
রবিবার সকাল বেলা হঠাৎ মাজেদ আলী সহ বেশ কয়েকজন কোহিনুর বিবির ওই হাফ কাটা জমি পাঁচিল দিয়ে ঘিরতে শুরু করে। ঘটনা দেখতে পেয়ে সাইনুল ইসলাম জমি মাফিয়াদের বাধা দেয়। সেই সময় দুইজনের মধ্যে বচসা শুরু হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/chat-puja-2020-there-are-no-buyers-even-in-the-pineapple-market/
অভিযোগ এরপরই মাজেদ আলী সহ তার দলবল সাইনুলের ওপর চড়াও হয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে মা কোহিনুর বিবি ছেলেকে বাঁচাতে যায়। জমি মাফিয়া দল কোহিনুরকে বেধড়ক মারধর করে।
ঘটনায় কোহিনুর বিবির বাম হাত ভেঙে যায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসতে অভিযুক্ত জমি মাফিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
তাদের অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও ছেলে সাইনুল ইসলাম এর মাথায় গুরুতর আঘাত থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আহত পরিবারকে।
গোটা ঘটনা জানিয়ে আহত পরিবারের পক্ষ থেকে জমি মাফিয়া মাজেদ আলী সহ চার জনের নামে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।