আর দেরি নয়, ভোটের জন্য ঘুটি সাজাতে বৈঠকে বসছে বাম-কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় এসে কর্মীদের বিধানসভার রোডম্যাপ ঠিক করে দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক প্রকল্প এবং চাকরীর ঘোষণা করে ধীরে ধীরে নির্বাচনী ময়দানে নামতে চলেছে শাসকদল তৃণমূল। তাই আর দেরি না করে নির্বাচনের কর্মসূচি স্থির করতে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের বাম-কংগ্রেস নেতৃত্ব৷
২১ এর নির্বাচনে বাম-কংগ্রেসের প্রতিপক্ষ বিজেপি এবং শাসক দল তৃণমূল। লড়াই স্থির করতে এবার বঙ্গ ভবনের সঙ্গে জোট করেই লড়াই করতে চাইছে আলিমুদ্দিন৷ আর তাতে শিলমোহর দিয়েছে পলিটব্যুরো।
এর আগে সপ্তমীর দিনে প্রাথমিকভাবে বৈঠকে বসেছিলেন সুর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী এবং বিমান বসুরা। কথা ছিল কালিপুজোর পরেই বৈঠকে বসেই ভোটের ঘুটি সাজিয়ে ফেলবেন। সেইমতো মঙ্গলবার ক্রান্তি প্রেসে সমস্ত কিছু ঠিক করে ফেলবেন শীর্ষ নেতৃত্ব।
সূত্রের খবর, বৈঠকের দিনক্ষণ ঠিক করতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপি(আই)এম রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্রকে ফোনে যোগাযোগ করে বৈঠক স্থির করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
পুজোর আগে উত্তরবঙ্গ সফরে এসে দলীয় কর্মীদের একাধিক হোমওয়ার্ক ঠিক করে দিয়ে গেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তারপর পুজোর পরেই দুই দিনের বাংলা সফরে এসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে কর্মীদের উজ্জীবিত করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাল্টা জেলায় জেলায় একাধিক কর্মসূচী করে কর্মসূচী স্থির করছে তৃণমূল। যদিও দলীয় নেতাদের ক্ষোভ তৃণমূলেরই একাংশের জন্য দলের সাড়ে সর্বনাশ হতে পারে। আর ঠিক এই সময়তেই যৌথ হয়ে লড়াই করতে চাইছেন বাম-কংগ্রেস নেতারা।
এমনিতেই বিহারের মাটিতে উল্লেখযোগ্য ফলাফল বাম নেতাদের নতুন করে উজ্জীবিত করেছে৷ নিজেদের ভুল শুধরে নিয়ে আগেভাগে মাঠে নামতে চাইছেন অধীর রঞ্জন চৌধুরী৷ যৌথ কর্মসূচী পালনে জোর দিতে চাইছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তাই ‘শুভস্য শীঘ্রম’ এ বৈঠক সারতে চাইছেন দুই পক্ষের নেতারা।