করোনা আবহে বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করলেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এযাবৎ কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান নিরবিচ্ছিন্নভাবেই সঙ্গে হয়ে এসেছে। সে তিনি বিরোধী নেত্রীই থাকুন বা মুখ্যমন্ত্রী। করোনা আবহে সেই প্রচলিত নিয়মে ছেদ পরল এবার।
প্রথমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যাযের বাড়ি ভাওফোঁটা হল না। সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করলেন মুখ্যমন্ত্রী। কোভিড কালে বিভিন্ন সময়ে নাগরিককে জমাযেত থেকে বিরত থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
কার্যক্ষেত্রে তিনিও যে ব্যতিক্রমী নন তাই বোঝালেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সচেতনতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই দেখছেন অনেকে।
তৃণমূলের এক প্রথমসারির নেতা বলেন, ”দিদি প্রতিবারই খুব আন্তরিকতা নিয়ে ভাইফোঁটা দেন। কিন্তু এ বার করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। সেই সচেতনতা থেকেই দিদি এই সিদ্ধান্ত নিয়েছেন। জানি এতে ওঁরও খারাপ লেগেছে। যেমন মনখারাপ হচ্ছে আমাদেরও। কিন্তু এই কঠিন সময়ে এই সচেতনটা না দেখালেও নয়। দিদি সেই সিদ্ধান্ত নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন।”
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/from-now-on-trinamool-leaders-will-sit-regularly-in-trinamool-bhaban/
এদিন করোনা সংক্রমণের গুরুত্ব বুঝে বাংলার মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করলেও বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু দিব্যি অন্যান্যবারের মতোই ভাইফোঁটা নিয়েছেন।
তবে ক্যামেরার সামনে বসে ভাইফোঁটা না দিলেও যাঁদের তিনি নিয়ম করে প্রতিবার ফোঁটা দেন, তাঁদের সকলের বাড়িতে সোমবার, ভাইফোঁটার দিন পৌঁছেছে মমতার উপহার। সকলকেই তিনি নিজে ফোন করে জানিয়েছেন, এ বার সময়টা ‘অন্যরকম’। বাধ্য হয়েই তাই এ বার ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে।