পাঁচ জনের অধিনায়কের নাম ঘোষণা করলেন হাভাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্দিষ্ট কোনও ব্যাক্তির কাঁধে দলের দায়িত্বভার নয়, বরং নিজের পুরানো দর্শন মেনেই এটিকে মোহনবাগানের অধিনায়কের জন্য পাঁচ জনের নাম ঘোষণা করলেন অ্যান্টনিও হাভাস।
প্রথমে এটিকে-মোহনবাগানের ক্যাপ্টেন হিসাবে উঠে এসেছিল প্রীতম কোটালের নাম। পরে আরও চারজনের নাম যোগ করলেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার। বিদেশীদের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণ এবং এডু গার্সিয়া। এছাড়াও এই তালিকায় রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, সন্দেশ ঝিঙ্গান এবং প্রীতম কোটালের নাম। যদিও প্রথম ম্যাচে ক্যাপ্টেন কে হবেন তা এখনও জানা যায়নি।
এর আগে পুনেতে এবং এটিকে দলের ম্যানেজার পদে থাকাকালীন টিম গেমের ওপর জোর দিয়ে একাধিক ক্যাপ্টেনের নাম আগে থেকেই ঘোষণা করে দেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। প্রয়োজন বুঝে রোটেশন পদ্ধতিতে অধিনায়ক বদলে ফেলতে চান। তবে এবারের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চেও বিশেষ নজর দিতে চাইছেন স্প্যানিশ কোচ।
শুক্রবার কেরালার বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করতে চলেছে এটিকে-মোহনবাগান। এবারের আইএসএলে অন্যতম শক্তিশালী দল এটিকে-মোহনবাগান। কিন্তু প্রতিপক্ষের কথা মাথায় রেখে ঘুটি সাজাচ্ছেন কোচ হাভাস। কিন্তু করোনাকালে নিজের দলের ওপরেই বিশেষ নজর দিতে চাইছেন তিনি। সেইসঙ্গে খেলোয়াড়দের চোটের কথা মাথায় রেখেই রিজার্ভ বেঞ্চকে আরও শক্তিশালী করতে চাইছেন। দলে নতুন খেলোয়াড়দের উপস্থিতি কতটা এটিকে-মোহনবাগানের জন্য অনুকুল পরিবেশ গড়ে তুলবে সেটাও দেখার রয়েছে।