শুভেন্দু বনাম অখিল, পোস্টার রাজনীতিতে সরগরম রামনগর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনৈতিক সমারোহে ক্রমশ বাড়ছে সমুদ্র পাড়ের উত্তাপ। বৃহস্পতিবার রামনগরে ‘মেগা ইভেন্ট’ এর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই পুর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রে পোস্টারে ভরিয়ে দিয়েছেন দাদার অনুগামীরা। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে এলাকা ভর্তি করে দিয়েছেন স্থানীয় বিধায়ক অখিল গিরির অনুগামীরা।
নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে বিরাট জনসভার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে শুভেন্দুর রাজনৈতিক গতিপথ কোন দিকে যাবে, সেটা হয়তো এদিনের পরিষ্কার হয়ে যাবে। আবার এদিনের পাল্টা তৃণমূলের ব্যনারে মিছিলের ডাক দেন অখিল গিরি। গোটা এলাকা পোস্টারে ভরিয়ে দিয়েছেন অখিল পুত্র সুপ্রকাশ গিরি। কিন্তু দলের নিষেধাজ্ঞার কারণে অখিল গিরির মিছিল বাতিল করা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য রাজনীতির আলোচনার নিউক্লিয়াসে রয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিক মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন তিনি। সম্প্রতি নন্দিগ্রাম দিবসে এসে ‘ভারতমাতা জিন্দাবাদ’ শ্লোগান সেই জল্পনা বাড়িয়েছে। মনে করা হচ্ছে গেরুয়া শিবিরে যেতে পারেন তিনি।
একদিকে পুর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় ‘দাদার অনুগামী’ দের পোস্টারে ভরে গিয়েছে, অন্যদিকে দলের প্রতি আনুগত্য রেখেই শুভেন্দুর বিরোধিতায় আদা জল খেয়ে মাঠে নেমেছেন অখিল গিরি। তারই রেশ টেনে বৃহস্পতিবার পোস্টার রাজনীতির নজির বাড়িয়েছে সমুদ্রের উত্তাপ। রাজনীতির নিম্নচাপ এখন কোন দিকে যাবে? তা দেখার জন্য তাকিয়ে রাজনৈতিক মহল।