ISL 2020: দুই স্প্যানিশ হেডস্যারের লড়াই দিয়েই শুরু হচ্ছে এবারের আইএসএল
দ্য কোয়ারি ওয়েডেস্কঃ করোনা আবহের মধ্যেই শুক্রবার মহাসমারোহে শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ । গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামের দর্শকাশুন্য আসনেই মুখোমুখি এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স।
এবারের আইএসএলে সবথেকে বেশী নজর থাকবে এটিকে মোহনবাগানের দিকে। কারণ গতবারের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এবারের একজোট হয়ে নতুন মোড়কে নামছে। ফলে নতুন করে টিম গুছিয়েই নামবেন স্প্যানিশ কোচ অ্যান্টনিও হাভাস। গতবারের চ্যাম্পিয়ন দলের বেশিরাগ ফুটবলারকে দলে রেখেছেন তিনি। নতুন করে যোগ হয়েছেন তিরি, ইনম্যান, সন্দেশ ঝিঙ্গান এবং শুভাশিস বসু।
শুরু থেকেই ডিফেন্সের ওপর নজর দিয়েছেন হাভাস। তাই প্রীতম কোটাল এবং প্রবীর দাসেদের মতো তাবড় ডিফেন্স থাকা সত্ত্বেও দলে নতুন করে এনেছেন সন্দেশ, তিরিদের। গত মরশুম থেকে রয়েছেন রয় কৃষ্ণা, উইলিয়ামস এবং এডু গার্সিয়ারা। যদিও দলের ছন্দ ফেরাতে আরও সময়ের প্রয়োজন ছিল বলে করছেন কোচ হাভাস। বায়ো বাবল এবং কোয়ারেন্টাইনের জন্য খেলোয়াড়রা সময় কম পেয়েছে।
অন্যদিকে গতবারের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের হেড স্যার কিবু ভিকুনা এবারের কেরালা ব্লাস্টার্সের দখলে। খেলার মাঠে যতটা আক্রমণাত্মক হাভাস, ঠিক ততটাই শান্ত মেজাজে থাকেন স্প্যানিশ ম্যানেজার কিবু ভিকুনা। কিবু ভিকুনার দলের ট্রাম্প কার্ড গ্যারি হুপার, কোস্তা নামোয়েনসু, জর্ডন মারিওরা। ফুটবলের আসল লড়াই মাঠের মধ্যে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন কিবু ভিকুনা। দলের তরুণদের নিয়ে লড়াইয়ে নামতে চাইছেন তিনি। তবে তাঁর কাছে মোহনবাগান স্পেশাল। কারণ গতবার মোহনবাগানের নতুন নাম স্থির করার সময় মোহনবাগানের জার্সিতেই আইলিগ জয় করেন তিনি। তাই লড়াই যে কঠিন হবে তা বোঝাই যাচ্ছে।
এখনও অবধি আইএসএলের মঞ্চে ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ বার জয়লাভ করেছে এটিকে। চারবার জয়লাভ করেছে কেরালা ব্লাস্টার্স। ড্র হয়েছে পাঁচবার। ফলে এবারেও যে লড়াই একেবারে টক্করে টক্করে হবে সেটা বলার অপেক্ষা থাকে না।