রবিবার থেকে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহেই শীতের আগমণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার ভোররাত থেকেই বৃষ্টি নামল কলকাতা, শহরতলিতে। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। সঙ্গে শিরশিরে হাওয়া। কোথাও কোথাও কুয়াশা। শীতের পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে তাপমাত্রা নেমে যেতে পারে ৫ ডিগ্রি পর্যন্ত। তারা বলছে, ফের রাজ্যে আসবে পশ্চিমী ঝঞ্ঝা।

শুক্রবার একদিনে তাপমাত্রা বেড়েছিল প্রায় দেড় ডিগ্রি। পশ্চিমি ঝঞ্ঝার দাপটে একলাফে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হলো ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে শীত প্রেমীদের জন্য শুক্রবার সন্ধ্যেতেই সুখবর শুনিয়েছিল আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকেই মিলবে শীতের আমেজ।

তাপমাত্রার পারদ একেবারে ৫ ডিগ্রি পর্যন্ত কমে যাবে। শুক্রবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিসের এক অধিকর্তা জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে কয়েকদিন ধরে উত্তুরে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাধা পেয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শুক্রবার আকাশ মেঘলা ছিল।

শনিবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং–সহ পার্বত্য এলাকায় মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/four-terrorist-were-from-pakistan-said-indian-investigation-branch/

তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমবে পূবালি হাওয়ার প্রভাব। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়ার প্রভাব।যারফলে তাপমাত্রা নামতে শুরু করবে।

সকালের দিকে ভালোই ঠান্ডা থাকবে। আগামী বুধবার পর্যন্ত শীতের আমেজের ক্ষেত্রে কোনও বাধা নেই বলে তিনি জানিয়েছেন।

বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রিতেও নামতে পারে। এমনটাই আলিপুর আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, কালীপুজোর পর অকাল বৃষ্টির ফলে ধান চাষিদের মাথায় হাত। মাঠের ফসল এখনও ঘরে ওঠেনি। পাকা ধান রয়েছে মাঠে।

সম্পর্কিত পোস্ট