ইগার এঙ্গুলোর দুই গোলে ব্যাঙ্গালুরুর জয় রুখল গোয়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঋতু বদলের কারণে গোটা দেশের তাপমাত্রা এই মুহুর্তে নিম্নগামী। কিন্তু রবিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামের ব্যাঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়ার ফুটবল যুদ্ধ গোটা ভারতের তাপমাত্রা বাড়িয়ে রেখেছিল।
ম্যাচের চরিত্র বদল করে এবারের আইএসএলের নতুন চমক হিসাবে উঠে এলেন ইগার এঙ্গুলো৷ তারই দক্ষতায় প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর জয় আটকে দিল গোয়া। শেষ অবধি ২-২ গোলে ম্যাচ ড্র হল।
শুরু থেকে নিজেদের দখলে বল রেখেছিল গোয়া। প্রথমার্ধে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়েছিল তাঁরা। কিন্তু লাভের লাভ কিছু হয়নি।
বরং ২৭ মিনিটের মাথায় গোয়ার সেন্ট্রাল ডিফেন্ডার জেমসের একটি ভুলে ম্যাচের প্রথম গোলটি করেন ক্লিন্টন সিলভা। ভারতের মাটিতে প্রথম ম্যাচেই গোল করলেন ব্রাজিলিয়ান তারকা।
দ্বিতীয়ার্ধে শুরুতেই একটি অনবদ্য গোল আসে জুয়ানানের পা থেকে। গোয়ার ডিফেন্সের দুর্গ ভেঙে গোল জুয়ানানের গোল ম্যাচের সেরা মুহুর্ত হয়ে দাড়িয়েছিল। কিন্তু সময় যত গড়িয়েছে ম্যাচের রঙ তত বদলাতে শুরু করে।
৬৬ মিনিটের মাথায় গোয়ার হয়ে প্রথম গোলটি করেন ইগার এঙ্গুলো। ঠিক তারপরেই ৬৯ মিনিটের পরবর্তী গোলটি আসে এঙ্গুলোর থেকেই। ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন এঙ্গুলো।
রবিবার আইএসএলের তিন নম্বর ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হলেও নিজের ফ্যানদের নিরাশ করেছেন সুনীল ছেত্রী। এদিন তাঁর কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাননি কোচ কার্লোস কোয়াদ্রাথ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/23-injures-and-two-dead-in-tripura/
অন্যদিকে, রবিবারের পারফরম্যান্সের দিকে নজর রেখেই চলতি সিজনের বাকি ম্যাচগুলিতে ঘুটি সাজাবেন এফসি গোয়ার কোচ ফার্নান্দো। বাকি ম্যাচগুলিতে কতটা শক্তিশালী হবে দুই দল? নজর থাকবে ফুটবল মহলের৷