দুই দিনে একলাফে কমল তাপমাত্রা, শীতের আমেজ রাজ্যজুড়ে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুই দিনে একলাফে শহরের তাপমাত্রা কমল প্রায় ৭ ডিগ্রি। মেঘ সরতেই গোটা বঙ্গে শীতের আমেজ। কাঁপছে উত্তরবঙ্গও। চলতি সপ্তাহে শীতের আবহ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশী। কিন্তু রবিবার মেঘের চাদর সরতেই কাঁপছে শহর। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রি। সোমবার সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতা ছিল ৩৯ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ বাড়ছে করোনার প্রকোপ, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে জারি বিধিনিষেধ
রাজধানী ছাড়াও কমছে জেলার তাপমাত্রা। পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং এবং পানাগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। বাকি জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে পুবালি হাওয়ার অবসান ঘটিয়ে বাংলায় শীত জাঁকিয়ে বসবে বলে মনে করছে আবহাওয়াবীদরা।
অন্যদিকে, হাওয়া অফিসের তরফ জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের একাধিক রাজ্যের বরফ পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবীদরা।