করোনা ভ্যাকসিনের ট্রায়াল থেকে বাদ পড়তে পারে সাগর দত্ত মেডিক্যাল কলেজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাশিয়ান করোনা প্রতিষেধক স্পটনিক ফাইভের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আপাতত বাদ পড়ল সাগর দত্ত মেডিক্যাল কলেজ। সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য দফতরের থেকে অনুমোদন না মেলার কারণে এবিষয়ে রইল চূড়ান্ত অনিশ্চয়তা।

সূত্রের খবর, নভেম্বর থেকেই স্পুটনিক ফাইভের পরীক্ষামূলক প্রয়োগের কথা ছিল। কিন্তু স্বাস্থ্যভবনের তরফে দ্রুত সবুজ সংকেত না মিললে এই ট্রায়াল সম্ভব নয়।

রাশিয়ান কড়না ভ্যাকসিন স্পুটনিক ফাইভের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য দেশের ৬ টি মেডিক্যাল কলেজকে বেছে নেয় দায়িত্বপ্রাপ্ত সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাব। চলতি মাসে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে ট্রায়ালের সম্মতি দেওয়া হয় কলকাতার কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত মেডিক্যাল কলেজকে।

আরও পড়ুনঃ বাড়ছে করোনার প্রকোপ, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে জারি বিধিনিষেধ

স্পুটনিক ফাইভের দ্বিতীয় ট্রায়ালের জন্য ১২ জনের শরীরে ডোজ দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতরের চূড়ান্ত অনুমোদন না মেলায় ধরে তা ঝুলে রয়েছে। অনুমোদন না মিললে নির্বাচিত হয়েও বঞ্চিত হতে পারে সাগর দত্ত মেডিক্যাল কলেজ।

করোনা প্রতিষেধক স্পুটনিক ফাইভের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষের নির্দিষ্ট সময়ের পরেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হওয়ার কথা। ডিসেম্বরেই যা শুরু হওয়ার কথা। সাগর দত্ত ছাড়াও এই তালিকায় রয়েছে মেডিকা সুপার স্পেশালিটি এবং পিয়ারলেস হাসপাতাল। যদি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে অনুমোদন না মেলা অবধি তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করা সম্ভব নয়।

আগামীকাল করোনা ভ্যাক্সিন বন্টন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে কি কোনও সমাধান বের হবে? যদিও  এবিষয়ে দ্রুত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট