বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা, আদিবাসী ভোটে বিশেষ নজর মমতার!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বাঁকুড়ার জনসভা থেকে বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ এর আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। প্রতিযোগিতামূলক রাজনীতি চলছে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর।
কিছুদিন আগেই দুই দিনের সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন তিনি। একজন আদিবাসীর পরিবারে মধ্যাহ্নভোজ করে বাংলায় আদিবাসী ভোট নিজেদের ঝুলিতে পুড়তে চাইছে গেরুয়া শিবির, রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। নাম না করে এদিন বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “দেখলাম বাইরে বসে ধনেপাতা কুটছে, বাধাকপি কাটা হচ্ছে। অথচ খাচ্ছেন বাসমতী চালের ভাত এবং পোস্তর বড়া”। বাঁকুড়ার জনসভা থেকে বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গুরু নানকের জন্মদিনে ছুটি হয়, ঈদের ছুটি হয়, দুর্গা পুজোর ছুটি হয়, এবার থেকে বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি হবে। আগামী বছর থেকে ক্যালেন্ডারে এই ছুটি যুক্ত হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিনের ট্রায়াল থেকে বাদ পড়তে পারে সাগর দত্ত মেডিক্যাল কলেজ
একসময়ের বামেদের ঘাটিকে সমূলে উপড়ে দিয়ে জঙ্গলমহলে ঘাসফুলের বিস্তার হয়। কিন্তু বিগত কয়েক বছরে জঙ্গলমহলে দুর্বল হয়েছে তৃণমূলের সংগঠন। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে একটিও আসন পায়নি তৃণমূল। বরং গেরুয়া শিবিরের আধিপত্য বিস্তারে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে জঙ্গলমহল সহ বাঁকুড়া থেকে একটিও আসন পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই সেখানকার জমি পুনরুদ্ধার করতে খোদ মাঠে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন খাতরা যাওয়ার পথে একটি গ্রামে আদিবাসী পরিবারের সঙ্গে কথা বললেন। অর্থাৎ একুশের আগে আদিবাসী ভোটের দিকে বিশেষ নজর মমতার।
করোনা আবহে উৎসবের মরশুমের একাধিক জটিলতায় আদালত অবধি গড়িয়েছে একাধিক বিষয়। কখনও দর্শকহীণ দুর্গাপুজোর জন্য হাইকোর্টে আবার কখনও রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছোট পুজোর অনুমোদন চেয়ে সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছে কেএমডিএ কে। বাঁকুড়ার সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন দিনের বাঁকুড়া সফরে গিয়েছে মুখ্যমন্ত্রী। পুর্ব সূচী অনুযায়ী সোমবার বাঁকুড়া জেলার খাতড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব, দুর্গাপুজো নিয়ে মামলা করাই বিজেপির কাজ। নির্বাচনের আগে এসে অনেকে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে নাম না করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তিনি বলেন, ভোটের আগে অনেক রাজনৈতিক দল আসবে। ব্যাঙ্কে টাকা দেবে। কিন্তু সেই টাকা আপনার। টাকা নিন কিন্তু ভোট দেবেন না। পরামর্শ মুখ্যমন্ত্রীর।