মিম থেকে তৃণমূলে যোগ, নতুন সমীকরণ!

দ্য কয়ারি ওয়েবডেস্কঃ সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ৫ টি আসন পেয়েছে আসাদুদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন। এবার তাঁদের নজর বাংলা। ২১ নির্বাচনে সারা রাজ্যেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। কিন্তু সোমবার বদলে গেল সেই ছবি। মিমের ওপর আস্থা না রেখে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক মিম সদস্য।

এদিন তৃণমূলের যোগ দেওয়ার পর আনোয়ার হাসান পাশা জানিয়েছেন, বিজেপিকে রুখতে তৃণমূলই একমাত্র ভরসা। তাই সরাসরি তৃণমূলে যোগদান করতে চাইছেন তাঁরা। সোমবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটকের হাত ধরে এদিন তৃণমূলে যোগদান করেন বেশ কিছু প্রভাবশালী নেতা।

আরও পড়ুনঃ মিমের ভরসা আছে তৃণমূলের উপর, বাংলার মানুষের নেইঃ দিলীপ ঘোষ

এর আগে দ্য কোয়ারিকে পশ্চিমবঙ্গ মিমের কনভেনর জামিরুল হাসান জানিয়েছিলেন, তৃণমূল রাজি থাকলে তাঁদের সঙ্গে জোটে রাজি রয়েছে মিম। নাহলে একলা চলো নীতি নিয়েই বিধানসভায় প্রায় ২৪০ টি আসনে প্রার্থী দেবেন তাঁরা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মিমের আবির্ভাব তৃণমূলের জন্য আশঙ্কার কারণ হতে পারে বলে মনে করছিল মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় প্রার্থী দিলে তৃণমূলের ভোট কাটানোর চেষ্টা করবে মিম।

সোমবার কিছু সংখ্যক নেতা তৃণমূলের যোগদানের পর জামিরুল হাসান দ্য কোয়ারি বলেন, তৃণমূলে যাওয়া আনোয়ার পাশাকে অনেকদিন আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের নামে একাধিক জায়গা থেকে টাকা আদায় করতেন তিনি। সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। সেইসঙ্গে দলের মধ্যেই একাধিক গোষ্ঠী তৈরির অভিযোগ পাশার বিরুদ্ধে তুলেছেন জামিরুল। পাশাপাশি অন্যান্যদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, যারা গেছে তাঁদের জন্য কোনও ক্ষতি হবে না।

সম্পর্কিত পোস্ট