ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার, পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তামিলনাড়ু ও পন্ডিচেরীর দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধে নাগাদ মল্লপুরম ও কারাইকলে আছড়ে পড়তে পারে সাইক্লোন নিভার।ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় দুই রাজ্যের প্রশাসনের পাশে থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনায় জর্জরিত গোটা দেশ।অধীর আগ্রহে এখন ভ্যাক্সিনের অপেক্ষায় রয়েছে গোটা দেশের মানুষ। এর মাঝে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার।
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ ভারতের এই দুই রাজ্যে নিভার আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিমি। মঙ্গলবার(প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) ঘূর্ণিঝড়টি পন্ডিচেরী থেকে ৪১০ কিমি দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ভারতের এই দুই রাজ্যে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী যখন এই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে,,তখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৫৫-৬৫ কিমি। জানা গেছে, যত ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে এগোতে থাকবে ততই তা শক্তিশালী হয়ে উঠবে।
বুধবার বিকেলে প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে মাল্লাপুরম ও করাইকালের মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে নিভারের। চেন্নাইয়ের হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘নিভার’-এর মারাত্মক প্রভাব পড়বে ভিলুপুরম, কাড্ডালোর, পন্ডিচেরী এবং চেন্নাইয়ের বেশ কিছু জায়গায়।
ইতিমধ্যেই বিপর্যয় রুখতে সতর্কতা অবলম্বন করেছে দুই রাজ্যের প্রশাসন। উপকূলবর্তী এলাকায় জারি হলুদ সতর্কতা। এনডিআরএফ এর ৩০টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ২৬ নভেম্বর পর্যন্ত ।জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মঙ্গলবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সঙ্গে কথা বলেছেন। কথা হয়েছে পন্ডিচেরীর মুখ্যমন্ত্রীর সঙ্গেও।
সোমবার থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rabindranath-ghosh-met-with-coochbehar-dakkhin-mla-mihir-goswami/
তামিলনাড়ুতে আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।