কেষ্টপুরে চলন্ত বাসে আচমকা আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেষ্টপুরে চলন্ত বাসে আচমকা আগুন। বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়ে বেশ কিছু বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ডানকুনি থেকে গড়িয়া রুটের বাসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,কটি বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। তারপরই উল্টোডাঙ্গা গামী লেনে শর্ট সার্কিটের জেরেই বাসে আগুন লাগে । আধ ঘণ্টার মধ্যেই গোটা বাসটি ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন বাগুইআটি ট্রাফিক পুলিশ এবং বাগুইআটি থানার পুলিশ।

যদিও দমকল আসার আগেই গোটা বাসে আগুন লেগে গিয়েছিল। স্থানীয়রা কেষ্টপুর খাল থেক জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে। তবে অগ্নিকান্ডের জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/2021-assembly-election_-bankura-visit-the-chief-minister-aims-to-win-the-dalit-vote/

আহত বাস যাত্রী এবং আহত বাইক আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে দমকল এবং বাগুইআটি থানার পুলিশ।

উল্লেখ্য, এর আগে ১৯ নভেম্বর হাওড়া ব্রিজের উপর ভর সন্ধ্যা বেলায় যাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন লেগে যায়। সেই সময় অফিস থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে জখম হয়েছিলেন অনেক যাত্রী।

পুলিশ ও দমকল বিভাগের যৌথ প্রচেষ্টায় সেদিনও বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা।অগ্নিকাণ্ডের জেরে প্রচণ্ড শব্দে টায়ার ফাটতে থাকে। তা দেখেই চালক বাস থামিয়ে পালিয়ে যান।

এদিনের ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল যাত্রী নিরাপত্তা নিয়ে।

সম্পর্কিত পোস্ট