জোড়া গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানটান উত্তেজনা। আইএসএলের প্রথমবার চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলের লড়াই। কিন্তু অনেক চেষ্টা করেও সফল হলেন না নেভিল-মাঘোমা-পিলক্লিন্টনরা। জোড়া গোলে ম্যাচ জয় করল এটিকে মোহনবাগান। গোয়ার তিলক ময়দানের জয়ের উচ্ছ্বাসে মেতেছেন মোহনবাগান সমর্থকরা।

এদিন শুরু থেকেই দুই পক্ষের মধ্যে লড়াই ছিল একেবারে টক্করে টক্করে। গত ম্যাচে মোহনবাগানের পারফরম্যান্স দেখেই ঘুটি সাজিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। কিন্তু দলের দুটি ভুল সবুজ মেরুনকে জয় এনে দেয়। প্রথমার্ধে শুরু থেকে দুর্গ সামলে রেখে দ্বিতীয়ার্ধের শুরুতেই রয় কৃষ্ণকে কিছুটা জায়গা ছেড়ে দেন নেভিলের। সুযোগের সদ্ব্যবহার করে ৪৯ মিনিটের মাথায় ম্যাচে প্রথম গোলটি করেন মোহনবাগান স্ট্রাইকার।

এরপর থেকেই ছন্দ পরিবর্তন হতে শুরু করে ইস্টবেঙ্গলের। সেই সুযোগকে কাজে লাগিয়ে ৮৫ মিনিটের সোলো ট্র্যাকেলে অসাধারণ এটিকে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন মনবীর সিং।

আরও পড়ুনঃ ISL 2020: দুই স্প্যানিশ হেডস্যারের লড়াই দিয়েই শুরু হচ্ছে এবারের আইএসএল

এদিন শুরু থেকেই ডেভিদ উইলিয়ামস এবং রয় কৃষ্ণ জুটিকে মাঠে ব্যবহার করেছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্টনিও হাবাস। অন্যদিকে, ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জেজে কে বসিয়ে রাখলের রবি ফাউলার। যা ইস্টবেঙ্গলের হারের অন্যতম কারণ হিসাবে দেখা যায়। এদিন অধিনায়ক এবং ফুটবলারের ভূমিকায় আগের ছন্দে দেখা গিয়েছে প্রীতম কোটালকে। ম্যাচের সেরা হন এটিকে মোহনবাগানের কার্ল ম্যাকইউ।

যদিও শুরু থেকে এদিন এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারকে বেশ চনমনে মনে হয়েছে। দেবজিৎ পারদর্শীতার কারণে একাধিক গোলে হারের হাত থেকে বেঁচে যায় ইস্টবেঙ্গল। মাঝমাঠে পিলক্লিন্টন অনবদ্য হলেও। প্রীতমদের কাছে একা মাঘোমাকে দুর্বল মনে হয়েছে।

এবারের আইএসএলে যাত্রাশুরু ইস্টবেঙ্গলের। প্র্যাকটিসের জন্য কম দিন পাওয়ার পর প্রথম দিনেই হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হতে হয়েছে রবি ফাউলারের দলকে। তাই আগামী ম্যাচের আগে বিদেশী সাবস্টিটিউট খুঁজে বের করতে না পারলে গোটা সিজনে হোঁচট খেতে পারে লাল হলুদ শিবির।

সম্পর্কিত পোস্ট