দূরত্ব ১০ কিলোমিটার, শুভেন্দু বনাম রাজীব ও সুজিত -উত্তাপ বাড়ছে মেদিনীপুরে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারী কে নিয়ে জল্পনা অব্যাহত রাজনৈতিক শিবিরে। মন্ত্রিত্ব ত্যাগের পর আজই মহিষাদলের বুকে প্রথম অরাজনৈতিক সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে।

শুভেন্দু অধিকারীর পাল্টা রাজনৈতিক সভায় যোদ দিতে ইতিমধ্যেই হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যেই সভাস্থল সংলগ্ন গোটা এলাকা ছেয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে। সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার।

জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে সভা করবেন সেই স্থল থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসুর সভাস্থলের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। টানটান উত্তেজনা।

রাজনৈতিক মহলের একাংশ বলছেন, মহিষাদলে শুভেন্দু অধিকারীর সভা এবং হলদিয়ার রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসুর নেতৃত্বে সভা ক্রমশ স্নায়ুর চাপ বাড়াচ্ছে গোটা মেদিনীপুর জুড়ে। তবে গোটা পশ্চিমবঙ্গবাসীর তীক্ষ্ণ নজর থাকবে কার সভায় কতজন সমাগম হচ্ছে সেদিকে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/i-agree-with-mamatas-instruction-to-save-the-team-ibut-not-to-obey-piks-instructions/

তৃণমূল সূত্রের খবর হলদিয়ার সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসু নির্বাচনকে কেন্দ্র করে আক্রমণাত্মক বার্তা দিতে পারেন। অর্থাৎ স্পষ্ট বুঝিয়ে দিতে চান, দলে থাকতে গেলে দলের অনুশাসন মেনে চলতে হবে। এমনকি তাঁরা এটাও পরখ করে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া শুভেন্দুর জনপ্রিয়তাও।

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আজকের জনসভায় জনসমাগম থেকেই স্পষ্ট হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা রয়েছে কতখানি। তাদের আরও বক্তব্য দাদার অনুগামীরা দাদাকে ছেড়ে যাবে না।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/before-meet-with-amit-shah-farmers-discuss-on-next-move/

বিধানসভা নির্বাচনের আগে যে ভাঙ্গন তৃণমূলের অন্দরের শুরু হয়েছে তা রুখতে  মাঠে নেমেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্ত্রিত্ব ত্যাগের পর প্রথম অরাজনৈতিক সভায় শুভেন্দু যেদিন যোগ দিচ্ছেন, সেদিনই পাল্টা হলদিয়া থেকে শুভেন্দুকে বার্তা দিতে মুখ্যমন্ত্রী সামনে রাখছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

তার কারণ রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, স্বচ্ছ ভাবমূর্তি এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার মনোভাবই অচিরেই তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছে। জেলায় জেলায় তৈরি হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীও। তবে সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়।

ওয়াকিবহাল মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে যে দলবদলের পালা আবার শুরু হয়েছে তাতে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়তে পারে যুবসমাজ। নতুন করে যারা রাজনীতিতে আসতে চাইছেন সেই যুব সমাজের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আইকন রাজীব বন্দ্যোপাধ্যায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/amit-shah-himself-is-in-charge-of-selecting-bjp-candidates-in-west-bengal/

একদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন থাকার পরেও আজ প্রস্তুত হয়েছেন সেই হাত ছেড়ে অন্য কোন রাজনৈতিক ভবিষ্যত নির্বাচনের পথে। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তরুণ তুর্কি দাপুটে নেতা হয়ে উঠতে পারেন দলের ভাঙ্গন রক্ষার অন্যতম কারিগর।

বিকেল তিনটা থেকে শুরু হবে হলদিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসুর মিছিল।  যুযুধান দু’পক্ষ।একদিকে শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসু, মাথার উপর মুখ্যমন্ত্রীর হাত। কার ক্যারিশ্মা কত বেশি তা প্রমাণ হবে আজকেই।

সম্পর্কিত পোস্ট