মাঝেরহাট ব্রিজের উদ্বোধন আগামী ৩ ডিসেম্বর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন করে তৈরি মাঝেরহাট ব্রিজ উদ্বোধন হবে আগামী ৩ ডিসেম্বর। এমনটাই খবর নবান্ন সূত্রে। ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই উদ্বোধন নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস-ও।
ব্রিজ চালু হতে দেরির দায় কার? তা নিয়ে রেল ও রাজ্যের মধ্যে চাপানউতোর। দেরির জন্য রেলের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে বিজ্ঞপ্তি দিয়ে দেরির কথা অস্বীকার রেলের।
ব্রিজ চালুতে দেরি নিয়ে গত বৃহস্পতিবার বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বেঁধেছিল ধুন্ধুমার। পাল্টা সেদিন ও গত সন্ধেয় দুটি মিছিল করে তৃণমূল।
বিজেপি-র বিক্ষোভ কর্মসূচিতে নাটক বলে কটাক্ষ করে তারা। আবার মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
ব্রিজ ভাঙার প্রায় বছর দুই বাদে তা ফের চালু হতে চলায় অবশ্য স্বস্তিতে সাধারণ মানুষ।
এদিকে, সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে হয়েছে লোড টেস্ট। নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন।
পূর্ত দফতরের তরফে আরও জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হচ্ছে মাঝেরহাট ব্রিজ। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আনা ৮৪টি বিশেষ কেবল। ইতিমধ্যেই শুরু হয়েছে কেবল ফিক্সিংয়ের কাজ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/suvendu-leave-stage-without-mentioning-anything-about-his-party/
গাড়ি চলাচলের সময় কেবলে ৬ মিলিমিটারের কম সংকোচন-প্রসারণ হওয়ার কথা। সেই বিষয়টিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। যাবতীয় পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে। সাড়ে ৬০০ মিটার লিঙ্ক গোটা ব্রিজের।
পূর্ত দফতর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সঙ্কেত মিললেই রাজ্যের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হবে ব্রিজ।