দিলীপের প্রস্তাব ফিরিয়ে পাল্টা আক্রমণ ছত্রধরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফল বিজেপির। কিন্তু বিধানসভার প্রহর যতই ঘনিয়ে আসছে ততই জঙ্গলমহলে ক্রমাগত কোণঠাসা হচ্ছে গেরুয়া শিবির। তাঁদের মাথাব্যাথার কারণ বাম জমানার জনসাধারণ কমিটির প্রাক্তন প্রধান ছত্রধর মাহাতো।

একদিকে যেমন এনআইএ মুখিয়ে রয়েছে ছত্রধর মাহাতোকে গ্রেফতারের জন্য। অন্যদিকে বিজেপির তরফেও ছত্রধরকে গেরুয়া শিবিরে যোগদানের জন্য নরমে গরমে চাপ দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই প্রকাশ্যেই ছত্রধরকে গেরুয়া শিবিরে যোগদানের জন্য আহ্বান জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই ডাক ফিরিয়ে দিয়ে রবিবার ফের সাংসদ দিলীপ ঘোষকে একহাত নিলেন জঙ্গলমহলের এই দাপুটে নেতা।

তিনি বলেন, লোকসভায় বিজেপি ভোটলুঠ করেছে। বিধানসভার আগেও ভোট করতে নেমেছে বিজেপি। কিন্তু আদিবাসীদের কাছে সবচেয়ে বড়ো সম্মান। সেটা ওরা জানে না। বিজেপি এই ইজ্জোতকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। ভোটে জবাব পাবে। বাংলাকে গুজরাত বানানোর স্বপ্ন সত্যি হবে না। মোদি-অমিত শাহের মনে রাখা দরকার ছত্রধরকে কেনা যাবে না।

  আরও পড়ুনঃ শুভেন্দুর খাসতালুকে দিদির দেওয়া ব্যাটেই ওভার বাউন্ডারি রাজীবের

মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে ছত্রধর মাহাতোর উদ্দেশ্যে রাজ্য বিজেপি সভাপতি বলে, ছত্রধর মাহাতোকে বলছি, আপনি যে লড়াই মানুষের জন্য লড়াই করেছিলেন। যার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে জেলে পাঠিয়েছিল। এখন ভোটের স্বার্থে আপনাকে জেল থেকে বের করে রাজ্য সম্পাদকের পদ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আপনাকে বোকা বানিয়েছিলেন। রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন। ছত্রধর মাহাতোকে আহ্বান জানিয়ে দিলীপ ঘোষ বলে, আসুন বিজেপি সম্মান দেবে। আমরা যা বলি তাই করি।

রবিবার শালবনিতে একটি শ্রমিক সম্মেলনে হাজির ছিলেন ছত্রধর। শ্রমিক সম্মেলনের মঞ্চ থেকে দিলীপ ঘোষকে বাক্যবাণে বিঁধলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। তিনি বলেন, বাংলা দখলের দিবাস্বপ্ন দেখুন, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলাকে গুজরাত বানানোর কথা ভাববেন না। লোকসভায় মিথ্যে বলে আদিবাসীদের ভোট লুটেছেন। এবার নেমেছেন নেতা লুট করতে।

এরপরেই ছত্রধর আরও বলেন, বিজেপি মনে হয় জানে না, জঙ্গলমহলের আদিবাসীদের কাছে সবচেয়ে দামি হল ইজ্জত। বিজেপি চায় আদিবাসীরা ইজ্জোত বেচে দিক। কিন্তু তা কোনদিন হবে না। ছত্রধর মাহাতোকে কেনা যায় না।

জঙ্গলমহলের ভটে জোর দিতে মরিয়া গেরুয়া শিবির। জঙ্গলমহলের ভোট বদলে দিতে পারে রাজ্যের ভোটের মানচিত্র। সেটা ভালোই আন্দাজ করতে পেরেছেন পদ্ম শিবির। তাই তৃণমূলে যোগদানের পর যে ছত্রধরকে মাওবাদী জঙ্গি, সন্ত্রাসবাদী বলে তোপ দেগেছিলেন, এখন বদলের হাওয়া আঁচ করতে পেরে তাঁকেই ফিরিয়ে আনতে চাইছেন তাঁরা। আর দিলীপ ঘোষের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজেই এই জল্পনার অবসান ঘটালেন ছত্রধর।

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গেরে পাশাপাশি বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিল জঙ্গলমহলের ভোট। তাই দু’দিনের সফরে এসে বীরসা মুন্ডার মুর্তি উন্মোচন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদিবাসী পরিবারের বাড়িতে বসে মধ্যাহ্ন ভোজ করে তিনি। কিন্তু ছত্রধরের উপস্থিতি তাঁদের জন্য অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। তাই ছত্রধরকে আনতে মরিয়া দিলীপ ঘোষরা।

সম্পর্কিত পোস্ট