দিলীপ ঘোষের ব্যবহার মিস্টার বিনের মতঃ ইন্দ্রনীল সেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি বাংলার দল নয়। বিজেপির একাধিক নেতাকে বহিরাগত বলে বলে দাবী করছেন তৃণমূল নেতৃত্ব। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের কথাতেও উঠে এল একই বক্তব্য।

তিনি বলেন, “বিজেপি দলটির কাজকর্মের সঙ্গে বাংলার সংস্কৃতির কোনও মিল নেই।তেমনই বিজেপির শীর্ষ নেতৃত্বের ৯৯ শতাংশ বাংলার সংস্কৃতির, ভাষার, শিল্পের কোনও ধার ধারে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলার সংস্কৃতি, ভাষাশিল্পকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বাংলাকে বিশ্ব বাংলার রূপ দিয়েছেন”।

এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ‘মিস্টার বিন’ বলে কটাক্ষ করেন চন্দননগরের তৃণমূল বিধায়ক।

তিনি বলেন, দিলীপ ঘোষের বাংলা হিন্দি কিছুই বোঝা যায় না। প্রলাপ বকেন দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রীর কথায়, বিজেপির রাজ্য সভাপতি যা বলেন তা দিয়ে ভালো যাত্রার সংলাপ লেখা যেতে পারে। এছাড়া আর কোনও কাজে আসবে না ওই মন্তব্য।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rlp-may-quite-nda-on-farmers-protest-issue/

সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে খোঁচা দিয়ে ইন্দ্রনীল সেন বলেন, বিজেপির একজন নেতাও যদি ২০ জন দিকপাল সঙ্গীতশিল্পীর নাম বলতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবো। বিজেপির ৯০ শতাংশ নেতা রাজ্যটাকে ভালো করে চেনেন না।
একইসঙ্গে এদিন বিজেপিকে শোলে সিনেমার গব্ববরের সঙ্গে তুলনা করে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, পর্দায় গব্বরকে ভালো লাগলেও বাস্তবের মাটিতে এদের জায়গা নেই।

কিছুদিন আগেই জলপাইগুড়ির এক সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ধীরে ধীরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠাবেন রাজ্যপাল।

এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, বড়দিনে কেন্দ্রীয় বিজেপি নেতারা স্যান্টা সেজে সংবিধানের বই এবং ক্যালকুলেটর উপহার দিন সৌমিত্রকে।

সম্পর্কিত পোস্ট