বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে কোভ্যাক্সিন ট্রায়াল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে করোনা টিকা পরীক্ষার তৃতীয় পর্যায়ের ট্রায়াল।  কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। দুপুর আড়াইটে থেকে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে নাইসেডে।

স্বেচ্ছাসেবকদের মধ্যে থাকবেন কলকাতা পুরসভার প্রশাসকদের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। করোনা টিকা নেওয়ার ব্যাপারে নিজেই ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্যের পুরমন্ত্রী। চিকিৎসকরা পরীক্ষার মাধ্যমে জানিয়েছেন, তাঁর দেহে কো-মর্বিডিটি মেলেনি। ফলে পুরো প্রক্রিয়ায় তাঁর কোনোরকম শারীরিক সমস্যার হওয়ার কথা নয় বলে জানাচ্ছেন গবেষকরা। এদিন বিকেল চারটে নাগাদ ট্রায়ালে অংশগ্রহণ করবেন তিনি।

আরও পড়ুনঃ ‘আমফান দুর্নীতি’-র তদন্তভার ক্যাগের হাতে তুলে দিল হাইকোর্ট

নাইসেড সূত্রের খবর, প্রায় এক হাজার স্বেচ্ছাসেবকের দেহে এই গবেষণা চালানো হবে। বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হবে টিকা। কোভ্যাক্সিনের বদলে কোনও দলকে দেওয়া হবে হতে পারে প্লাসিবো টিকা। স্বেচ্ছাসেবকদের টানা একবছর নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। এই পুরো পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা বন্ডে দেওয়া ঠিকানা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এমনকি প্রয়োজনে তাঁদের বাড়িতে গিয়ে খবর নেবেন গবেষকরা।

গবেষকরা জানাচ্ছেন, ট্রায়ালে আশাও যেমন রয়েছে, রয়েছে আশঙ্কাও। কিন্তু এই মুহুর্তে টিকার দিকে তাকিয়ে রয়েছেন সধারণ মানুষ। ট্রায়ালে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা সেটাও দেখার।

মঙ্গলবার রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,৮৩,৪৮৪। সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯৫ লক্ষ। সুস্থ হয়েছেন প্রায় ৯০ লক্ষ মানুষ। কলকাতায় বেড়েছে তিনটি কনটেনম্যান্ট জোনের সংখ্যা। এরই মধ্যে নাইসেডের টিকা পরীক্ষা আশার আলো দেখাতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

সম্পর্কিত পোস্ট