মনীশ শুক্লর পর শ্যুটআউট মায়াপল্লীর ডন নেপাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিন-দুপুরে বাড়ির খুব কাছেই গুলিবিদ্ধ হলেন ইছাপুর মায়া পল্লীর বাসিন্দা গোবিন্দ দাস ওরফে নেপাল।
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে। ঘটনাস্থলেই মারা যান নোয়াপাড়া মায়াপল্লীর ডন নেপাল দাসকে৷ ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে গেছে পুলিশ।
বুধবার দুপুরের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।এর আগে তৃণমূল বিধায়ক বিকাশ বসু খুনে অভিযুক্ত ছিলেন নেপাল এবং তাঁর ভাই গোপাল।
একইসঙ্গে খুনে অভিযুক্ত ব্যারাকপুর লোকসভার বিজেপি সাংসদ অর্জুন সিংকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি৷
শোনা যায়, সিপি(আই)এম জমানায় এলাকার প্রচুর নামডাক ছিল নেপাল এবং গোপাল দাসের। পরে দুরত্ব বেড়ে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ বাড়ে দুই ভাইয়ের।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/conflict-nandakumars-mla-expressed-anger-against-shishir-adhikari-over-the-election-of-block-president/
দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি এমনটাই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা।
পরবর্তীকালে গোপালের মৃত্যুর পর তার স্ত্রী নির্দল কাউন্সিলর হিসেবে এলাকার থেকে জয়লাভ করে এবং পরে তৃণমূল দলে যোগদান করে।
যদিও নেপাল অবশ্য কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। তাকে কে বা কারা গুলি করলো তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানা পুলিশ।