অনলাইন ক্লাসের সুবিধার্থে সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবেন মুখ্য়মন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সরকারী স্কুল এবং মাদ্রাসার সাড়ে লক্ষ ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসের জন্য ট্যাবলয়েড দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুলত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের সমস্ত স্কুলে সরকারের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা সাইকেল পেয়ে থাকে। পাশাপাশি পড়ুয়াদের মিড ডে মিল এবং বই খাতা দিয়ে থাকে সরকার।
তবে করোনা আবহে স্কুল বন্ধ থাকায় বন্ধ রয়েছে পঠনপাঠন। অনলাইন ক্লাস করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। তবে কানেকটিভিটি নিজেদেরই নিতে হবে। তাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কথা মাথায় রেখে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
স্বাভাবিকভাবেই পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে উপকৃত হবে বলে দাবী করছে বিশেষজ্ঞ মহল।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অষ্টম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের জন্য সাইকেল দেওয়ার কথাও। পাশাপাশি অনলাইন ক্লাসের জন্য প্রত্যেক সরকারী স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা আবহে পঠনপাঠন চালু রাখার জন্য রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল এলাকাগুলির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবনের ছেলেমেয়েরা অনেকক্ষেত্রেই এই সুযোগ পাচ্ছে না। এমনই অভিযোগ জানিয়েছে শিক্ষা মহল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-cost-of-the-state-lotus-covid-test-announced-by-the-chief-minister-for-the-convenience-of-the-general-public/
আরও অভিযোগ, অনলাইন ক্লাস কীভাবে নিতে হবে, তার প্রশিক্ষণ রাজ্য সরকার শিক্ষক-শিক্ষিকাদের দিয়েছে। তবে বঞ্চিত থেকেছে অনেক পড়ুয়াই।
অনলাইন পাঠে বঞ্চিতদের কথা মাথায় রেখেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। মাদ্রাসা ও সব রাজ্য সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ট্যাব তুলে দেওয়া হবে। এতে রাজ্য সরকারের খরচ হবে কয়েক হাজার কোটি টাকা।
প্রসঙ্গত, এর আগে এই বিষয়টি নিয়ে ভেবেছে কেরল সরকার। যে সব পড়ুয়াদের স্মার্ট ফোন নেই, বা টিভি নেই, ‘ভিউইং সেন্টার’ তৈরি করে তাদের অনলাইন ক্লাস দেওয়ার কথা ভাবে কেরল সরকার। পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার কথাও ভাবে। এবার বাংলায় সেই উদ্যোগ।