বিশ্বভারতীর পৌষ উৎসবে প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১ এর ভোটে বাংলার ক্ষমতায় আসতে মরিয়া গেরুয়া শিবির। তার জন্য আগে থেকেই কোমড় বেঁধেছেন বুথ স্তর থেকে শীর্ষ নেতৃত্ব। কোন জেলায় কেমন সংগঠন, সমস্ত কিছু খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে এসে খতিয়ে দেখে গিয়েছেন বাংলায় সংগঠন কতটা শক্ত। সূত্রের খবর চলতি মাসের শেষদিকে রাজ্যে ফের আসার কথা রয়েছে তাঁর।

বিজেপি সূত্রে আরও জানা গিয়েছিল, রাজ্যে আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রীও। ২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে দল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বিজেপি সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মসূচীর বদলে সরকারী কর্মসূচীর জন্য ডিসেম্বরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বভারতীর পৌষ উৎসব উপলক্ষে প্রধান অতিথি হিসাবে আসছেন তিনি।

এবারে করোনার প্রকোপে বিশ্বভারতীতে পৌষমেলা না হলেও পালিত হবে পৌষ উৎসব। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/fir-lodge-against-aiks-joint-secretary-hannan-mollah/

এছাড়াও জমি জোট এবং আইনি জটিলতা কাটিয়ে শেষ হতে চলেছে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া মেট্রোর কাজ। খুব শীঘ্রই চালু হবে পরিষেবা। তারই উদ্বোধন করতেও বাংলায় আসবেন প্রধানমন্ত্রী।

কালীপুজোতেই শেষ হওয়ার কথা ছিল মেট্রোর কাজ। কিন্তু জার্মানি থেকে জিনিসপত্র আসতে দেরি করায় কাজ পিছিয়ে যায়। তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রাজনৈতিক কর্মসূচী ছেড়ে হঠাৎই বাংলায় সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দেওয়া নতুন করে জল্পনা বাড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিজেপির রাজত্ব বিস্তার করতে গেলে প্রথমেই গুরুত্ব দিতে হবে সংস্কৃতি-রীতি-নিয়মকে।

হয়ত পশ্চিমবঙ্গ বাসীর মন জয় করার জন্য এবার সেই চালেই বাজিমাত করতে চাইছে বিজেপি। তারই অঙ্গ স্বরুপ প্রধানমন্ত্রীর বঙ্গ সফর।

সম্পর্কিত পোস্ট