নভেম্বরে আইএসএলের সেরা খেলোয়াড় রয় কৃষ্ণ

দ্য কয়ারি ওয়েবডেস্কঃ পর পর তিনটে ম্যাচে জয়লাভ করেছে সবুজ-মেরুন শিবির। সেই জয়ের পিছনে ঘুরছে একটাই নাম রয় কৃষ্ণ। এই মুহুর্তে এটিকে মোহনবাগান শিবিরের অন্যতম ভরসাযোগ্য ফিজি তারকা পেলেন সেরা খেলোয়াড়ের সম্মান।

গতবারের সিজনে শুরু থেকেই সেরা খেলোয়াড়ের তালিকায় ছিলেন মোহনবাগানের এই তারকা খেলোয়াড়। তাই এবারেও রয় কৃষ্ণের ওপর বিশেষ নজর দিয়েছিলেন কোচ অ্যান্টনিও হাভাস। এবারেও শুরু থেকে সেই ফর্ম ধরে রেখেছেন এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ জোড়া গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের

নভেম্বরের প্রথম ম্যাচে রয় কৃষ্ণর একমাত্র গোলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়লাভ করে এটিকে মোহনবাগান। পরে মহাডার্বিতেও অনবদ্য ফিজিয়ান তারকা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করলেন গোলও। এদিন সমর্থক এবং বিশেষজ্ঞদের মিলিয়ে ৪৩.৮৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

 

ডিসেম্বর মাসে ১ তারিখ থেকে ৪ তারিখ অবধি চলে এই ভোট। ভোট দিয়েছেন ১৬,৮৮১ জন। কৃষ্ণ ভোট পেয়েছেন ৩৫৪৬ জন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জমশেদপুর এফসির নেরিজুস ভালসকিস। তৃতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ান এফসির অনিরুদ্ধ থাপা। চতুর্থ স্থানে রয়েছেন ওড়িশা এফসির ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মৌরিসিও এবং পঞ্চম স্থানে এফসি গোয়ার তারকা ইগর আঙ্গুলা।

এই মুহুর্তে তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে প্রথম তালিকায় রয়েছে এটিকে মোহনবাগান। গোটা সিজনে এই ফর্ম ধরে রাখতে পারবে কি তাঁরা? সময়ের সঙ্গে নতুন আর কোন স্ট্র্যাটেজিতে রয় কৃষ্ণকে ব্যবহার করবেন কোচ হাভাস? নজর থাকবে ইন্ডিয়ান সুপার লিগের দিকে।

সম্পর্কিত পোস্ট