সংহতি দিবসে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বৈচিত্রের মধ্যে ঐক্য। নানান ভাষা, নানা সম্প্রদায়ের দেশ ভারতবর্ষ। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর, এই বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাই বলে গিয়েছেন সংবিধানের বিভিন্ন প্রচ্ছদে।

তাই সংবিধানপ্রণেতা মৃত্যুদিনেই বিবিধের মধ্যে মিলনের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই প্রতিবছর দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস।  এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু এ বছর এই সংহতি দিবসের কার্যক্রমকে তিনি ছড়িয়ে দিয়েছেন ব্লকে ব্লকে।

দলনেত্রীর নির্দেশ বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে ৬ ডিসেম্বর দিনটিকে যেন পালন করা হয়। এই ৬ ডিসেম্বর দিনটি আরও একটি কারণেই তাৎপর্যপূর্ণ।

এই দিনই বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও দেশের শীর্ষ আদালতের রায়ে সেই জমিতে তৈরি হচ্ছে রাম মন্দির।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/not-modi-gurung-want-to-win-didi/

রাজনৈতিক মহলের একাংশের মনে করেন, এখনো সংখ্যালঘুদের মনে বাবরি মসজিদ ভাঙার সেই স্মৃতি দগদগে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী চান, ধর্ম, মন্দির বা মসজিদ নামে বিভাজন নয়, বরং সকলকে নিয়ে চলতে।

তাই ভারতবর্ষের মূল্য বৈচিত্রের বিভিন্নতা এদিন সংহতি দিবসে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথের লাইনটি তুলে ধরে তিনি লিখেছেন,’নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান’।

সম্পর্কিত পোস্ট