২ পয়সার সাংবাদিক বিতর্কে সাংসদের পাশে নেই দল, অবস্থান স্পষ্ট করলেন সুব্রত মুখোপাধ্য়ায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাংসদ মহুয়া মৈত্রের সাংবাদিক প্রতি অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে সাংবাদিক জগতে। এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের হয়ে প্রতিক্রিয়া জানালেন দলের প্রবীন নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, এটা ওঁর ব্যক্তিগত মতামত। কখনওই দলের অবস্থান নয়।
মহুয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের অন্দরে আগুন জ্বলছিল রবিবার রাত থেকেই। সোমবার রাতে একটি টুইট করে সেই আগুনে ঘি ঢেলে দেন মহুয়া নিজেই। তির্যক সুরের ক্ষমা চাওয়ার আঙ্গিকে লেখেন, ‘সঠিক কথাই’ বলেছিলেন তিনি। ফলস্বরূপ এদিন সংবাদমাধ্যমের একাংশ মহুয়াকে বয়কট করে।
দলীয় সাংসদদের এরূপ বিবৃতি কেন? পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি মহুয়ার পাশে সরাসরি দাঁড়ালেন না।
সুব্রতবাবু বলেন, ‘মহুয়া কী বলেছে আমি জানি না। আমি খতিয়ে দেখিনি। তবে এটুকু বলতে পারি, এটা ওঁর কথা। আমাদের দলের কথা নয়। আমাদের দল এবং দলনেত্রী সংবাদমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন। হৃদ্যতা বজায় রেখেই আমরা চলি।
এই বক্তব্যের মাধ্যমেই সুব্রত স্পষ্ট করে দিয়েছেন যে, তৃণমূল কংগ্রেস মহুয়ার এই মন্তব্যকে সমর্থন করছে না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাংবাদিক কুণাল ঘোষ দলীয় সাংসদের এই মন্তব্য়ের প্রতিবাদ জানান ফেসবুক পোস্টের মাধ্যমে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mystery-is-gathering-around-ulen-roys-death-cid-is-investigating/
বিতর্কের মাঝে অনেকেই মনে করেছিল মনে করা হয়েছিল, নিজের ভুল বুঝতে পেরে তিনি হয়তো ক্ষমা চাইবেন। সেই মতো সোমবার সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও তিনি চান তিনি, তবে তাতে ছিল তির্যক কটাক্ষ।
তিনি লেখেন, তাতে আঁতে আরও বেশি ঘা লাগে সাংবাদিককূলের। মহুয়া লেখেন তিনি ক্ষমাপ্রার্থী। সঙ্গে জুড়ে দেন, ‘কঠিন, বেদনাদায়ক এবং সঠিক কথা বলার জন্য আমি দুঃখিত।’
যদিও এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। অনেক সংবাদমাধ্যমের সঙ্গে আমি সবসময় একমত নাও হতে পারি। কিন্তু, তাতেও তাঁদের কাজের প্রতি আমার আস্থা ও সম্মান রয়েছে। তাঁরা যেন সবসময় মানুষের কথা বলেন।”