কলকাতায় এসেই মমতাকে আক্রমণ জেপি নাড্ডার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দু’দিনের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথম দিনের সফরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে সারলেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচী। আর আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর নাম অসহিষ্ণুতা। দাবী সর্বভারতীয় বিজেপি সভাপতির। তিনি আরও বলেন, বাংলায় এসে আমার দুঃখ হয়, লজ্জায় লাগে। যে বাংলা সোনার বাংলা ছিল, তা এখন দুর্নীতিতে ভরে গিয়েছে। সারা বাংলাজুড়ে রেষারেষি চলছে।

তিন আরও বলেন, সারা রাজ্যে ১৩০ জন কর্মী মারা হয়েছে। বাংলা কি এর জন্যই পরিচিত প্রশ্ন? সর্বভারতীয় বিজেপি সভাপতির। সারা রাজ্যে চরম অসহিষ্ণুতায় ভরে গিয়েছে। মতাদর্শের লড়াই বন্ধ হয়ে হিংসার লড়াই শুরু হয়েছে। আধুনিক অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের মারা হচ্ছে অভিযোগ করেন তিনি। সরকার মদতপুষ্ট সরকার চলছে গোটা বাংলায়। এখানে তুষ্টিকরণের রাজনীতি চলছে।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এদিন ২১ এর নির্বাচনে মমতা বন্দপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দেন গেরুয়া শিবিরের প্রধান সৈনিক। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে ৯ টি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জেপি নাড্ডা। আগামী দিনে ৩৮ টি রাজ্য বিজেপির কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপি কার্যালয় আসল সংস্কারের কেন্দ্র দাবী বিজেপি সভাপতির।

এদিন ভবানীপুরে দলীয় কর্মসূচী অনুযায়ী ‘আর নয় অন্যায়’ এর লিফলেট বিলি করেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। সেখান থেকে চলে যান কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দিয়ে দলীয় কর্মসুচীতে যোগ দেন তিনি।

এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতির হেস্টিংসের সামনে কালো পতাকা দেখাতে শুরু করেন বেশ কিছু জন।

সম্পর্কিত পোস্ট