সিভিল ডিফেন্স কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে কোচবিহারে অবস্থান বিক্ষোভ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন এরাজ্যে সবকটি জেলা মিলিয়ে প্রায় ২৭হাজার সিভিল ডিফেন্স কর্মচারী অস্থায়ী হিসেবে কাজ করছেন। ৬০বছর পর্যন্ত তাদের চাকরি সুনিশ্চিত করে দেওয়ার ঘোষণাও রেখেছেন তিনি।
এছাড়া মহিলা সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা মাতৃকালীন ১৮০দিনের ছুটি পাবেন ও পুরুষ সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা ৫০দিনের মেডিক্যাল লিভ পাবেন এবং ৩লক্ষ টাকা এক্সিডেন্টাল বেনিফিট ও চাকরি থেকে অবসরকালীন ৩লক্ষ টাকা পাবেন।
কিন্তু আজও এসবই ঘোষণায় রয়ে গেছে এর কোনোটাই বাস্তব রূপ পায়নি। এই পরিস্থিতিতে সংকটাপন্ন এই সমস্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা এই মুহূর্তে রাজ্য সরকারের প্রতি বিশ্বাস হারাতে বসেছেন।
তাই অবিলম্বে তাদের নিয়োগের দাবি সহ বেশকিছু দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কোচবিহার জেলার সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের একটি বড় অংশ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-meeting-at-dharmatala-at-farmers-bill/
এদিন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে তাদের নিয়োগ করা না হলে, কোচবিহার জেলার পাশাপাশি কোচবিহার জেলা সহ রাজ্য জুড়ে আমরণ অনশনের সামিল হবেন এই সমস্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা। এর পাশাপাশি বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের পথ বেছে নেবেন তারা।
অবিলম্বে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের স্থায়ীকরণ, প্রতি মাসে তাদের ৩০দিনের কাজ সুনিশ্চিতকরণ, ৬০বছর পর্যন্ত তাদের চাকরি সুনিশ্চিত করার দাবি সহ ৮দফা দাবিকে সামনে রেখে এদিন এই আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছেন তারা বলে জানান আন্দোলনকারীরা।