ভোটযুদ্ধে তৃণমূলের হাতিয়ার উন্নয়ন, রিপোর্ট কার্ড প্রকাশ করে বার্তা সুপ্রিমোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এখনও নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি। তা সত্ত্বেও এরাজ্যে ভোটবাদ্যি বেজে গিয়েছে। ভোটযুদ্ধের আবহে ঢুকেই পড়ল রাজ্যের প্রধান দুই বিরোধী দল। তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের কাজের ১০ বছরের খতিয়ান প্রকাশ করল শাসক। জনগণের কল্যাণের স্বার্থে গত দশ বছরে যা যা করা হয়েছে তাই তুলে ধরা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে উন্নয়নকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নামতে চলেছে তৃণমূল।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, আগামী কয়েকদিনের মধ্যে শাসকদলের নেতা-কর্মীরা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবেন ‘বঙ্গধ্বনি’ যাত্রা নিয়ে। তৃণমূলের এখনও পর্যন্ত সবচেয়ে বড় জনসংযোগ কর্মসূচি এটি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/political-situation-of-tripura-the-public-meeting-was-canceled-by-the-chief-minister/

তিনি আরও বলেন, এই সরকার ১০ বছরের মধ্যে ৮ বছর কাজ করার সুযোগ পেয়েছে। করোনার জন্যে এক বছর, উপনির্বাচনের জন্যে বাকি ১ বছর কাজ করা সম্ভব হয়নি। তাও সরকার সমস্ত রকম ভাবে মানুষের পাশে থেকে কাজ করেছে।

পার্থবাবু বলেন, এই কর্মসূচিতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ৯৫০টি প্রতিনিধি দল প্রায় আড়াই লক্ষ কিমি অঞ্চল ঘুরে মমতা সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন।

এদিনের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন এবং উপস্থিত ছিলেন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। এদিনের অনুষ্ঠানে রাজ্যের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকেও তুলে ধরা হয়।

সম্পর্কিত পোস্ট