সুদীপ্ত সেনের চিঠির প্রেক্ষিতে সিবিআই অধিকর্তাকে চিঠি লিখলেন শুভেন্দু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চাপ দিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত চিঠি লেখানো হয়েছে। এমনই অভিযোগ তুলে সিবিআই অধিকর্তাকে চিঠি লিখলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই সুদীপ্ত সেনের এই চিঠি উদ্দেশ্যপ্রণোদিত এবং সেই চিঠি মিডিয়ার কাছে পৌঁছে দেওয়ার পিছনে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও বলেন, অতিপ্রভাবশালীদের সঙ্গে যোগসূত্র রেখেই জেলের মধ্যে সুদীপ্ত সেনকে দিয়ে এই চিঠি লেখানো হয়েছে। ওই চিঠি তদন্তের জন্য আবেদন জানিয়েছেন তিনি।
কিছুদিন আগেই আলিপুর জেলে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন সারদা কর্তা সুদীপ্ত সেন। চিঠিতে উঠে আসে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিকজনের নাম। সেখানে ছিল সদ্য মমতার কেবিনেট থেকে সরে আসা শুভেন্দু অধিকারীর নাম। অভিযোগ, সুদীপ্ত সেনের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন এই সমস্ত নেতারা। সেই চিঠির প্রেক্ষিতে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ নির্বাচনী ময়দানে উত্তাপ বাড়াচ্ছে বাকযুদ্ধ, কী শিখবে সুশীল সমাজ?
তিনি লেখেন, সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুদীপ্ত সেন। যেখানে লেখা রয়েছে সুদীপ্ত সেনের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন রাজনৈতিক নেতারা। তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে আমার নামও ঠিক তখন নেওয়া হল, যখন আমি রাজ্য সরকারের সেচ জলসম্পদ এবং পরিবেশ মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছি। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি লেখেন, আমি ২৭ নভেম্বর ইস্তফা দিয়েছি আর চিঠিটা লেখা হয়েছে ১ ডিসেম্বর।
ঘটনার পিছনে প্রভাবশালী ব্যক্তিদের হাতে রয়েছে বলে দাবী করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমার বিশ্বাস চিঠির লেখককে প্রভাবিত করা হয়েছে। অথবা দুর্নীতির তথ্য গোপন করছেন তিনি। সুদীপ্ত সেনের এই চিঠির সম্পূর্ণ তদন্তের জন্য সিবিআইয়ের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সারদা মামলায় প্রায় ৭ বছর ধরে জেলে রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সম্প্রতি সারদা মামলায় তদন্ত করতে গিয়ে একটি অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে আসে। সেই সূত্র ধরেই নতুন করে তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। অডিও ক্লিপে বেশ কিছু ব্যক্তিত্বের কন্ঠস্বর পাওয়া গিয়েছে বলে দাবী সিবিআই কর্তাদের। সিবিআইয়ের তরফে আদালতকে বলা হয় অডিও ক্লিপের ভিত্তিতে সুদীপ্ত এবং দেবযানীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই।