কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য না দিলে পদত্যাগের হুঁশিয়ারী হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ডেস্ক: কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত না করলে পদত্যাগ করব। হুশিয়ারি দিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা।
কৃষকদের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করতে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে আমি কথা বলেছি। যতক্ষণ ক্ষমতায় আছি আমি আমার প্রতিশ্রুতি পালন করব। যদি না পারি তাহলে ইস্তফা দেব। সাফ জানিয়ে দিলেন বিজেপি শরীক দল জননায়ক জনতা পার্টির অন্যতম নেতা দুষ্যন্ত সিং চৌটালা।
২০১৯ সালে জননায়ক জনতা পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন মনোহর লাল খট্টর। উপমুখ্যমন্ত্রী হন দুষ্যন্ত সিং চৌটালা।
হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর তরফে এই বার্তা পাওয়ার পর থেকে অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরে।
এদিন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী দেবী লালের কথা উল্লেখ করে বর্তমান উপমুখ্যমন্ত্রী বলেন, যতদিন সরকারে থাকতে হবে, ততদিন কৃষকের কথাই শুনতে হবে। আমি এবং আমার দল প্রতিনয়ত কৃষকদের নিয়ে আমাদের মতামত সামনে রেখেছি। আমার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিনিয়ত ফোনে যোগাযোগ হয়েছে। কিভাবে কৃষকদের সমস্যার সমাধান করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/letter-to-the-center-from-the-chief-secretary-the-state-is-properly-investigating-the-incident/
উল্লেখ্য, কেন্দ্রের আনা তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে প্রতিবাদে শামিল হয়েছে কৃষকরা। সারা দেশের কয়েক লক্ষ কৃষক হাড়কাঁপানো ঠান্ডাতে রয়েছেন আন্দোলনরত অবস্থায়। আন্দোলন চলাকালীন বেশ কিছু কৃষকের মৃত্যুও হয়েছে।
এরই মধ্যে ৬ দফায় কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছে কেন্দ্র সরকার। তবুও কোনও সমাধানসূত্র বের হয়নি। বরং কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় থাকছেন কৃষক। ১৪ ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷