সিজনের প্রথম হোম ম্যাচ জয় ব্যাঙ্গালুরু এফসির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিবু ভিকুনার কেরলা ব্লাস্টার্সকে ৪-২ গোলে পরাজিত করে রবিবাসরীয় সন্ধ্যায় নজির গড়ল ব্যাঙ্গালুরু এফসি। গোটা ম্যাচে গোলের ফুলঝুড়ি। তার ওপর সুনীলের পেনাল্টি মিস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের নায়ক হলেন ডিমাস ডেলগাডো।
শুরু থেকেই লড়াই ছিল শোয়ানে শোয়ানে। মাত্র ১৭ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন কেরালা ব্লাস্টার্সের রাহুল ক্যানয় পারভিন। ২৯ মিনিটের মাথায় কেরালার ডিফেন্সের সামান্য ভুলে ম্যাচের দ্বিতীয় গোল করে স্কোরবোর্ড সমান করে দেন ক্লেন্টন সিলভা। প্রথমার্ধে দু’পক্ষ সুযোগ পেয়েও গোল হাতছাড়া করেছে।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। ৪৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় ব্যাঙ্গালুরু। কিন্তু একেবারে গোল লাইনে দাঁড়িয়ে সুনীলের বল আটকে দেন অ্যালবিনো। কিন্তু ৫১ মিনিটের মাথায় আর ভুল করেননি ব্যাঙ্গালুরু তারকা ক্রিশ্চিয়ান ওপসেথ। তারপরেই ৫৩ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন ডিমাস ডেলগাডো।
আরও পড়ুনঃ ম্যাচ ড্র করে কামব্যাক এটিকে মোহনবাগানের
পিছিয়ে পড়া ম্যাচে একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন কেরালা। ৬১ মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্সের হয়ে হেড দিয়ে জালে বল জড়ান ভিনসেন্ট গোমেজ। ৬৫ মিনিটের মাথায় কনফিডেন্সের সঙ্গে ম্যাচের ৬ নং গোলটি করেন ভারতীয় তারকা সুনীল ছেত্রী।
সিজনে মাত্র দুটি ম্যাচে জয়লাভ করে এই মুহুর্তে ৪ নম্বরে রয়েছে কার্লেস কোয়াদ্রাথের ব্যাঙ্গালুরু এফসি। অন্যদিকে ৯ নম্বরে রয়েছে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। আগামী ম্যাচে আরও হোমওয়ার্ক করে নামতে চাইছে দুই দল।