একদিনে পরপর দুটি দুর্ঘটনা ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে, মৃত ১
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের দুর্ঘটনায় কবলে যাত্রীবাহী বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসধীন ৫জন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার জানাপাড়ায় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আশা এক সিমেন্ট বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে উল্টে যায় ডাম্পারটি।
বাসে থাকা ৫০ যাত্রীর মধ্যে গুরুতর জখম হয় ১৫ জন যাত্রী। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় ঘাটাল ও দাসপুর হাসপাতালে।
অপর দিকে ডাম্পারের মধ্যেই আটকে পড়ে গাড়ির চালক। স্থানীয় মানুষদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে ঘাটাল পাঁশকুড়া সড়কে যান চলাচল। যদিও পুলিশের প্রাথমিক অনুমান দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই ঘটনাটি ঘটেছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-makes-gundaraj-after-winning-said-mamata/
অন্য়দিকে বুধবার দুপুর ১ টা নাগাদ ফের দুর্ঘটনা ঘটে, ঘাটাল পাঁশকুড়া সড়কে। মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইক এবং স্কুটির। আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকা গুরুতর জখম স্কুটি চালককে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মৃতের নাম মনোজিৎ চট্টোপাধ্যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইক স্কুটি কে দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায় বাইকটি দ্রুতগতিতে এসে উল্টোদিক থেকে আসা স্কুটিতে ধাক্কা মারে অতিরিক্ত গতিবেগ এর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ।