শনিবার ও রবিবার মেট্রো যাতায়াতে লাগবে না ই-পাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জটিলতা কাটতে চলেছে মেট্রো যাতায়াতে। কদিন আগেই রবিবার ই-পাস ছাড়া যাতায়াতে ছাড় দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই একই নিয়ম লাগু হল শনিবারেও।
শনিবারেও মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে সারাদিন কোনও ই-পাস লাগবে না। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা দিল মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, অফিস টাইম বাদে অন্যসময় ই-পাস বন্ধ করার পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে স্মার্ট কার্ড বাধ্যতামূলক।
কদিন আগেই মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, সোম থেকে শনিবার সকাল সাড়ে আটটা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে আটটা পর্যন্ত ই-পাস লাগবে। বাকি সময় কোনও ই-পাস লাগবে না।
উল্লেখ্য, লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। আনলক পর্বে মেট্রো পরিষেবা চালু হতেই ই-পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করেছিল মেট্রো কর্তৃপক্ষ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/breaking-shuvendu-adhikari-resigns-as-mla/
কিন্তু অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন না। আর করলেও তা থেকে কীভাবে টিকিট বুক করবেন, বুঝতে সমস্যা হয়। নিত্যযাত্রীদের তরফে এমন নানা সমস্যার কথা উঠে আসে খবরের শিরোনামে।
এরপর যাতায়াতের পদ্ধতি ধাপে ধাপে সরল করে মেট্রো কর্তৃপক্ষ। প্রথমে বয়স্ক তারপর মহিলা ও শিশুদের জন্য ই-পাস তুলে দেওয়া হয়। এবার ধীরে ধীরে সেই আওতায় আসছেন সাধারণ যাত্রীরাও।
অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ১৯ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। আগে সারাদিনে ৬৮টি ট্রেন চলত, এখন ১০২টি ট্রেন পাওয়া যাবে। ২০ মিনিটের বদলে ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো।
এছাড়া মেট্রোর সময়ও বদলাচ্ছে বলে মেট্রো রেল সূত্রে জানা গেছে। রবিবার সকাল ১০টার বদলে সকাল ৯টা থেকে পাওয়া যাবে নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/borris-johnson-will-be-the-chief-guest-on-republic-day/
নোয়াপাড়া থেকে শেষ ট্রেন রাত ৮.৫৩র পরিবর্তে পাওয়া যাবে রাত ৯.২৫এ। দমদম ও কবি সুভাষ থেকে রাত ৯টার পরিবর্তে পাওয়া যাবে রাত ৯.৩০এ।
ক্রমশ করোনার প্রকোপ কাটিয়ে ছন্দে ফিরছে জনজীবন। তাই ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেট্রো পরিষেবাও। তবে এখনি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা