শুভেন্দুর ইস্তফা বৈধ নয় বলে জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীর ইস্তফা বৈধ নয়। জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কোনও বিধায়ককে ইস্তফা দিতে গেলে অধ্যক্ষের কাছে দিতে হয়। বিধানসভার সচিবের কাছে ইস্তফাপত্র জমা দেওয়া যায় না।
উল্লেখ্য, বুধবার বিকেলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি আগেই জানিয়েছিলেন অন্য কোনও দলে যোগ দেওয়ার আগে বিধায়ক পদ থেকেই ইস্তফা দিয়েই তিনি যোগ দেবেন। সেই মোতাবেক নিজের হাতে লেখা ইস্তফাপত্র নিয়ে বিধানসভায় উপস্থিত হন তিনি। কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রিসিভ সেকশনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। পরে ইমেল মারফত তা স্পিকারকে পাঠিয়ে দেন।
এদিন বিধানসভার স্পিকার জানিয়েছেন, শুভেন্দু যেভাবে ইস্তফা দিয়েছে তা বৈধ নয়। এর বেশী কিছু বলেননি।
অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠের দাবী, সমস্ত নিয়ম মেনেই ইস্তফা পত্র জমা দিয়েছে শুভেন্দু অধিকারী। প্রয়োজনে তা যাচাই করে নিতে পারেন স্পিকার। এর চেয়ে বেশী কিছু হবে না।
এখন প্রশ্ন হল, আইনসভা থেকে ইস্তফার পদ্ধতি কী? সংবিধান বিশেষজ্ঞদের মতে নিয়ম হল: আইনসভার কোনও সদস্য ইস্তফা দিতে চাইলে সেই ইস্তফাপত্র নিজের হাতে লিখতে হবে।
ওই সদস্য যদি নিজে হাতে ইস্তফাপত্র লিখে সভার চেয়ারম্যান বা অধ্যক্ষের কাছে ব্যক্তিগত ভাবে উপস্থিত হয়ে তা পেশ করতে হবে। পাশাপাশি তিনি যে স্বেচ্ছায় পদত্যাগ করছেন, কোনও চাপের মুখে পড়ে নয়, তা হলে তা বিবেচনা করেই স্পিকার বা অধ্যক্ষ তাঁর ইস্তফা গ্রহণ করবেন।
কিন্তু কোনও সদস্য যদি স্পিকারের সামনে ব্যক্তিগত ভাবে উপস্থিত না হয়ে অন্য কারও মাধ্যমে ইস্তফাপত্র তাঁর কাছে পৌঁছে দেন, তা হলে স্পিকারের অধিকার রয়েছে এটা খতিয়ে দেখা যে, ওই সদস্য স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন কিনা। সেটা খতিয়ে দেখে সন্তুষ্ট না হলে তিনি ইস্তফাপত্র গ্রহণ নাও করতে পারেন।