অক্ষত রইল বামেদের দুর্গ, কেরালাকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিজয়নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেরলে পুর এবং পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক জয় বামেদের। নানা বিতর্কের মাঝেও অক্ষত বামেদের দুর্গ। বুধবার ‘ভগবানের রাজ্য’ এ বইল লাল আবিরের হাওয়া। লাল পতাকায় ভরে গেল প্রতিটি কোণা। কেরালার মানুষকে টুইট করে ধন্যবাদ জানালেন পিনারাই বিজয়ন।
কেরলের মানুষের আস্থা এবং আত্মবিশ্বাসকে স্বাগত জানিয়েছেন তিনি। এই জয় ধর্মনিরপেক্ষতা এবং উন্নয়নের জয় বলে দাবী করেছেন তিনি। নির্বাচিত সকল প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
Thank you Kerala. Thank you for reposing faith in LDF. We are humbled by the trust and the confidence of the people of Kerala. This is a victory for secularism and inclusive development. My warm greetings to all the elected representatives. pic.twitter.com/KGnAb6Xj4f
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) December 16, 2020
এদিন রাজ্যের ১৪ টি জেলার মধ্যে ১১ টি জেলায় ত্রিস্তরীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে যায় বামেরা। এরপরই টুইট করেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের ময়দানে আরও একবার বামেদের বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
এদিন কেরালার জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, যারা সরকারের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র করছিল তাঁদেরকে যোগ্য জবাব দিয়েছে কেরালার মানুষ। এই জয় সাধারণ মানুষের জয় বলে দাবী করেছেন তিনি। সেইসঙ্গে তিনি বলেন, কেরালায় ইউডিএফ যে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কেরালায় বৈষ্যমের রাজনীতির কোনও জায়গা নেই বলে দাবী করেন তিনি।
আরও পড়ুনঃ হিমালয়ে আঞ্চলিক আবহাওয়া দফতর খোলার পরিকল্পনা ভারতের
এদিন নির্বাচনী ফলাফলে নিজেদের গড়েই হেরে বসেন ইউডিএফ নেতারা। কোনও কোনও জায়গায় অল্পের জন্য হারলেও এদিন সারা রাজ্যে উড়ল লাল পতাকা। তবে ধোপে টেকেনি বিজেপি। ৯৪৫ টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে ৫২০ টি আসনে জয়লাভ করে এলডিএফ। ৩৭১ টি আসন পায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। ১৪ টি জেলার মধ্যে ১১ টি জেলা নিজেদের দখলে রেখেছেন বামেরা।
তিরুবনন্তপুরমে গেরুয়া হাওয়ার আশা করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু তা পূরণ হয়নি। ২০১৫ সালের তুলনায় তিরুবন্তনপুরমে নিজেদের ভোট সংখ্যা বাড়িয়েছে বামেরা। ১০০ টি ওয়ার্ডের মধ্যে ৫১ টি জয়লাভ করেছে তাঁরা। এনডিএ ৩৪ টি। বাকি আসন পায় ইউডিএফ।
এবারের নির্বাচন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জন্য বিশেষ উল্লেখযোগ্য ছিল। কারণ করোনা প্রতিরোধে সারা বিশ্বে নজির গড়েছিল কেরালা সরকার। কিন্তু সোনা পাচার মামলায় মুখ্যমন্ত্রী দফতরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় কিছুটা ব্যাকফুটে চলে যায় তাঁরা। কিন্তু সমস্ত অভিযোগকে পিছনে ফেলে উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার করে বামেরা।
স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এবং এলডিএফ বার বার বিরোধীদের সমালচনার মুখে পড়েছে। কিন্তু উন্নয়নের দিকে নজর দিয়েই আমরা প্রচার চালিয়েছি। মানুষ যে আমাদের অপর আস্থা হারায়নি এটা আমরা আগেই আশা করেছিলাম।