বিধায়ক পদ থেকে ইস্তফার পর ‘শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র’ দখলে নিল তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক নীচু তলার কর্মী থেকে শুরু করে বিধায়ক এমনকি সাংসদরা। এরই মধ্যে কাঁথির একটি শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রের দখল নিল তৃণমূল।
১২ ডিসেম্বর কাঁথির একটি ব্যবসায়ী সমিতির কার্যালয় দাদার অনুগামীরা গেরুয়া রঙ করে খোলেন শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। বুধবার শুভেন্দু অধিকারীর ইস্তফার পরেই সহায়তা কেন্দ্র দখলে নিল তৃণমূল কর্মীরা।
শুভেন্দু অধিকারী অনুগামী কণিষ্ক পন্ডা জানিয়েছেন, দিদি শুরু করেছেন আমরা চ্যাপ্টার শেষ করব। শুভেন্দু অধিকারীর সব দখল করে নেবেন ভাবছেন পারবেন না। শুভেন্দু অধিকারীর সঙ্গে মানুষ আছে।
আরও পড়ুনঃ শুভেন্দুর ইস্তফা বৈধ নয় বলে জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফার পর বৃহস্পতিবার নিমতৌড়িতে প্রথম জনসভা করবেন শুভেন্দু অধিকারী। গত কয়েক ঘন্টায় রাজ্য রাজনীতিতে যে জল্পনা শুরু হয়েছে, তাতে কি বার্তা দেন তিনি। সেটাই দেখার। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিনের সভায় বক্তব্য রাখবেন তিনি।