পঞ্চান্ন বছর পর শুরু হচ্ছে হলদিবাড়ি-চিলাহাটি রেল পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঁচ দশকের অধিক সময় পর শুরু হতে চলেছে হলদিবাড়ি এবং বাংলাদেশের চিলাহাটির মধ্যে রেল পরিষেবা। বৃহস্পতিবার থেকেই চলবে রেল। প্রথমের মালবাহী ট্রেন চললেও ২৬ মার্চ থেকে শিলিগুড়ি থেকে ঢাকা অবধি চলবে যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ওই রেলপথ বন্ধ করা হয়েছিল। এদিন প্রায় ৫৫ বছর নতুন করে রেল পরিষেবা চালু হল। এদিনের ভার্চুয়াল বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী মার্চ মাসে বাংলাদেশ আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।
রেলপথে দুই বাংলার সংযোগ স্থাপনের আগে থেকেই সেজে ওঠে অপরূপ সাজে সেজে ওঠে চিলাহাটি রেলস্টেশন। ব্রিটিশ ভারতে অবিভক্ত ভারতে যোগাযোগের অন্যতম পথ ছিল চিলাহাটি থেকে হলদিবাড়ি রেলপথ। যে কারণেই চিলাহাটিতে গড়ে ওঠে একাধিক প্রতিষ্ঠান। হলদিবাড়ি থেকে চিলাহাটি সীমান্ত অবধি বাংলাদেশে প্রায় ৭ কিলোমিটার রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। খরচ করা হয়েছে ৮০ কোটি ১৭ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ অক্ষত রইল বামেদের দুর্গ, কেরালাকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিজয়নের
বৃহস্পতিবার ৩২ টি খালি ওয়াগন নিয়ে বাংলাদেশ থেকে একটি ইঞ্জিন আসবে হলদিবাড়ি। ওয়াগনগুলিকে হলদিবাড়িতে রেখে ইঞ্জিনটি ফিরে যাবে চিলাহাটিতে।
আগামী বছর বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে একাধিক কর্মসূচী রয়েছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি।
ভবিষ্যতে দুই দেশেরমধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ দুই পক্ষ। দুই দেশ একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করেছে। প্রথম থেকেই বাংলাদেশের সঙ্গে অটুট সম্পর্ক তৈরি করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সেই কথাই উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বঙ্গবন্ধু মুজিবর রহমানের সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করা হয়।