দফায় দফায় দাম বাড়ছে রান্নার গ্যাসের, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৪ দিনে ২ দফায় ৫০ টাকা করে সিলিন্ডারের মূল্যবৃদ্ধি , এরই প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের । যদিও প্রতিবাদ বিক্ষোভে ব্যবহার করা হয়নি দলের পতাকা।

বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্তের আহ্বানে বুধবার ই এম বাইপাসে এই বিক্ষোভ দেখান হয়। এদিন কয়লার উনুন নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা।

প্রসঙ্গত চলতি মাসের ৩ তারিখ ৫০ টাকা দাম বাড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের। এরপর মঙ্গলবার ফের ৫০ টাকা দাম বৃদ্ধি হয়। ফলে ১৪ দিনের মধ্যে দু দফায় মোট ১০০ টাকা বাম বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের। এর প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/after-fifty-five-years-haldibari-chilahati-rail-service-has-been-started/

এই প্রসঙ্গে ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর নির্মল দত্ত বলেন, “আমরা কীভাবে গ্যাস সিলিন্ডার কিনবো? আমরা সাধারণ মানুষ, কয়লার উনুনে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। এই কারণেই আমরা প্রতিবাদ জানাচ্ছে।

তারা বলেন,আমরা এখানে কয়লার উনুন নিয়ে এসেছি। আমাদের কাছে গ্যাস সিলিন্ডারের আর কোনও গুরুত্ব নেই।” তাঁর অভিযোগ, “করোনা কালে ১৬০ টাকা দাম বেড়েছে। আর এখন দু দফায় ৫০ টাকা করে দাম বাড়ল।”

নির্মলবাবুর আহ্বানে এদিন ই এম বাইপাস – বিধাননগর ক্রসিং-এ জড়ো হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাতে সামিল হন দলের মহিলা কর্মীরাও। কয়লার উনুন নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান তাঁরা।

সম্পর্কিত পোস্ট