অমিতের সভায় কারা যাচ্ছেন ? কতজনই বা শুভেন্দুর অনুগামী ?
দ্য কোয়ারি ডেস্ক: দুদিনের রাজ্য সফরে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।
শনিবার সকাল থেকেই শুরু হবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড। ৯.৪৫ থেকে ১০.১৫ পর্যন্ত এনআইএর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এদিন সকাল ১০.১৫ মিনিটে কলকাতার সিমলা স্ট্রীটে স্বামী বিবেকান্দের জন্মভিটাতে যাবেন তিনি। বিজেপি সূত্রের খবর, বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। সেখান থেকে সোজা মেদিনীপুর রওনা দেবেন।
দুপুর ১২ টা নাগাদ সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর ১২.০৫ মিনিটে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি।
১২.৪৫ মিনিটে মহামায়া দেবী মন্দিরে পুজো দেবেন তিনি। ১.১৫মিনিটে বেলিযুরিতে গ্রামে মধ্যাহ্ন ভোজন করবেন তিনি। এরপর ২ টো নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন তিনি। যে জনসভায় গোটা রাজ্যের নজর থাকবে। নজর থাকবে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-leader-joins-bjp-sturday-amit-shah-meeting-kakali-ghosh-dastidar-attack-them/
রাজনৈতিক মহলের মতে, মেদিনীপুরের জনসভা থেকেই আগামী নির্বাচনের রোড ম্যাপ স্পষ্ট করে দেবেন শাহ। সেই সঙ্গে জলের মত পরিস্কার হয়ে যাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে কারা কারা দলত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন।
দিনকয়েক ধরেই রাজ্য রাজনীতি উত্তাল শুভেন্দু প্রসঙ্গে । তবে তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন সেটি একবারে পাকা।
Reached Kolkata!
I bow to this revered land of greats like Gurudev Tagore, Ishwar Chandra Vidyasagar & Syama Prasad Mookerjee.
কলকাতায় পৌঁছালাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই pic.twitter.com/rEGSjc87Rk— Amit Shah (@AmitShah) December 18, 2020
তবে সঙ্গে যাদের নাম উঠে এসেছিল তাদের মধ্যে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং আসানসোলের প্রাক্তন উপ পৌর প্রশাসক জীতেন্দ্র তিওয়ারি ঘর ওয়াপসি হয়েছেন।
তাহলে দলে কারা থাকছেন? আর কারা যাচ্ছেন গেরুয়া গড়ে? সব প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।
অমিত শাহের আজ রাত এগারোটা নাগাদ বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে নামতে পারেনি বিমান। অবশেষে কুয়াশা কাটিয়ে রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে অমিত শাহের বিমান।
অন্যদিকে,রবিবার শান্তিনিকেতন যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেও অনুব্রত মণ্ডলের শহর বোলপুরে এক রোড শোতে অংশ নেবেন তিনি।