দলের ইচ্ছামতো কাজ করতে প্রস্তুত, কংগ্রেসকে জানালেন রাহুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলের ইচ্ছামতো কাজ করতে প্রস্তুত। দলের বৈঠকে এমনটাই জানালেন রাহুল গান্ধী।
শনিবার বিক্ষুব্ধ নেতাদের নিয়ে নিজ বাসভবনে বৈঠক করেন কংগ্রেসের কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধী। বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবী আজাদ, পি চিদম্বরম, বিএস হুড্ডা সহ কংগ্রেসের প্রথম সারীর নেতারা। রাহুল গান্ধীর তরফে এই বার্তা আসার পরেই স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ সহ একাধিক কংগ্রেস নেতারা।
দীর্ঘ সাত ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দলের সদস্যদের মধ্যে মতবিরোধ মিটিয়ে সকলকে একত্র করা এবং সংগঠনের দিকে কিভাবে জোর দেওয়া যাবে তা নিয়েই বৈঠক হয়েছে এদিন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা পবন বনসাল জানিয়েছেন, বৈঠকে রাহুল গান্ধী জানিয়েছেন দলের ইচ্ছামতো কাজ করতে রাজি রয়েছেন তিনি। কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে আরও সদর্থক আলোচনার প্রয়োজন বলে দাবী করেছেন তিনি। এমনকি বুথস্তরেরর নেতাদের সঙ্গে আলোচনা জরুরী বলে জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
আরও পড়ুনঃ আজকের দিনেই বাংলাকে ব্রিটিশের হাতে তুলে দিয়েছিল মীরজাফর, শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের
একই সুর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, নীচুস্তরের নেতাদের তত্ত্বাবধানের মাধ্যমে দলের সংগঠনকে পুনরায় চাঙ্গা করতে হবে বলে দাবী করেন তিনি।
প্রসঙ্গত, অগাস্ট মাস থেকেই কংগ্রেসের অন্দরে একটা চাপা ক্ষোভের সঞ্চার হয়েছিল। ২৩ জন বর্ষীয়ান কংগ্রেস নেতার সোনিয়া গান্ধীকে চিঠি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। এরপর একাধিক রাজ্যে দলের ফলাফল নিয়ে সরব হয়েছে দলীয় নেতৃত্বদের একাংশ। তাই দলকে পুনরায় উদ্ধার করতে ১০ দিনের বৈঠকে বসতে চলেছেন সোনিয়া গান্ধী।
যদিও শনিবারের বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধিতা কেউ করেননি এমনটাই সূত্রের খবর। ১৯ এর লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল। নতুন সভাপতি নির্বাচন না হওয়া অবধি দলের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। কিন্তু একবছর পার হলেও সভাপতি পদের জন্য সঠিক কাউকে বেছে নেয়নি দল। যার ফলে একাধিক রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছিলেন ৯৯.৯৯ শতাংশ নেতারা চাইছেন কংগ্রেস সভাপতি পদে ফের রাহুল গান্ধী ফিরে আসুন। যদিও সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে ।