মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান নাঃ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার মেদিনীপুরের জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবী করেন নিজের ভাইপোর রাস্তা পরিষ্কার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা যায় শুভেন্দু অধিকারীর বক্তব্যেও। পাল্টা তৃণমূলের দাবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান না।
শনিবার মেদিনীপুরে অমিত ও শুভেন্দুর জনসভার পরেই তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান না। সেটা কান খুলে শুনে রাখুন। শুধু মিথ্যে কথা প্রচার করা হচ্ছে।’
একইসঙ্গে তিনি শুভেন্দু অধিকারিকে তোপ দেগে বলেন, ‘আপনি কাপুরুষ। আপনার বুকের পাটা নেই, তাই ভাইপোর নাম নিলেন না। ভাইপোর নাম নিয়েই দেখুন, তারপর কী হয়’। তৃণমূল সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর চেয়ার আপনি চান, তাই দল পরিবর্তন করেছেন। ক্ষমতার লোভ রয়েছে আপনার। আপনি সেই কারণেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। সাংসদ হয়েও রাজ্যের মন্ত্রী হতে এসেছেন। অধিকারী পরিবারের কী বিশ্বাসযোগ্যতা রয়েছে, তা আপনি শুভেন্দু অধিকারি নিজেই তুলে দিলেন।’
আরও পড়ুনঃ “তোলাবাজ ভাইপো হটাও” বিজেপিতে যোগদান করেই সুর চড়ালেন শুভেন্দু
এদিনের সাংবাদিক সম্মেলনে শ্রীরামপুরের সাংসদ প্রশ্ন তোলেন, ‘যদি আপনি বলেন তৃণমূল পচে গিয়েছে। তাহলে তো আপনিও পচে গিয়েছেন। আপনার যখন এতই জোর, তাহলে ১৯৯৯, ২০০১, ২০০৪ সালে হারলেন কেন। আপনিও তো পচে গিয়েছেন। তাহলে ২০১৪ সালে সাংসদ হয়েও ২০১৬ সালে কেন ফিরে এলেন মন্ত্রী হতে। কেন উপনির্বাচনে গেলেন।’শুভেন্দু অধিকারীকে কার্যত একহাত নিলেন তিনি।
দল ছাড়ার প্রসঙ্গে শুভেন্দুর দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তমলুক, হলদিয়া, কাঁথিতে কন্ট্রাকটারদের কন্ট্রাক্ট কে করেন। আপনার নির্দেশ ছাড়া এখানে একটিও গাছের পাতা নড়ে না। সেই আপনার এত কথা কেন।’ শুভেন্দুর চ্যালেঞ্জের উত্তরে কল্যাণের জবাব, আপনার যদি এতই জোর থাকে, তা হলে নন্দীগ্রামে ফের দাঁড়াবেন। ওই সিটটায় দেখা যাবে। আমরাও নির্বাচনের ময়দানে থাকব। ২০২১-এর মে মাসে ঝড় উঠবে। তা সবটাই হবে মমতাময়। তখন দেখা যাবে কার দম কত।’